পাতা:অক্ষিতত্ত্ব.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 চক্ষুর শারীরতত্ত্ব। প্রবেশার্থে, নন। সঙ্কীর্ণছিদ্রে বিদ্ধ হইয়াছে, এইরূপ বলিলে আরও বিশদ ও ভ্রান্তি শূন্য হইতে পারে। দর্শনস্নায়ু একটা ঘন ও স্বত্রময় কোষ বা আবরণে আৱত। উক্ত কোষের কিয়দংশ স্কুরোটিকে উপস্থিত হইয় তাহার নির্মাণের সহিত জড়িত হওতঃ, পশ্চাদ্ভাগে তাহার দৃঢ়তা সম্পাদন করিতেছে। অধিকন্তু, যে সকল গুচ্ছ দ্বারা স্নায়ু নির্ম্মিত হইয়াছে, তাহারা সকলে যে অণবরণ ( Neurilemma) দ্বারা তাৱত আছে, তাহ চক্ষুর অভ্যন্তরে প্রবেশ করিতেছে না। উছ স্নায়ুর ভৌতিক-উপাদানসকল ত্যাগ করিয়া ল্যামিন ক্রিত্রোসার মেত্রিক-জাল-ছিদ্রে, এবং স্কুরোটকের অগ্রবর্তী পর্দাতে নিঃশেষিত হইতেছে। এই সময়ে উক্ত ভৌতিক-উপাদান সকল তাহীদের শ্বেত-পদার্থবিরহিত হইয় থাকে। ডাক্তার ডণ্ডার্স সাহেব স্নায়ুর এই আবরণকে দ্বিস্তর বলিয়া বর্ণনা করিয়াছেন। কিন্তু সেই দুই স্তরের অবস্থান ও গমন-নির্দেশ তুল্যরূপ নহে। বহিঃস্থ স্তরটা অপেক্ষাকৃত বৃহৎ। উহ, দর্শন-স্নায়ু যেস্থলে চক্ষুর অভ্যন্তরে প্রবেশ করিতেছে, তথtয় তাহীকে পরিত্যাগ করিয়| ক্রমাগত বহির্দিকে গমন করতঃ স্কুরোটকের সহিত সমবেত হইতেছে। তাহাতে এই স্থলে স্কারোটিকের একটা বহিঃস্থ অতিরিক্ত আবরণ হইতেছে। অন্তরস্থ স্তরটা অপেক্ষাকৃত কোমল। উহা, ল্যামিন ক্রিব্রোস পর্যন্ত দর্শনস্নায়ুর সহিত গমন করিয়া, তথtয় তাহীর নির্মাণ-বিষয়ে সহায়তা করতঃ, বহিদিকে বক্র হইয়া, স্কুরোটকের অন্তভাগে মিলিত হইতেছে। স্নায়ুর এই দুই আবরণ-ত্তর যখন প্রক্কতাবস্থায় থাকে, তখন উহাদের মধ্যে শিথিলszteras-fair (Loose connective tissue) a Fors, zor oí অবস্থিত হইয়া উহাদিগকে দৃঢ়রূপে সংলগ্ন করে। উল্লিখিত সাহেব আরো বর্ণনা করেন, যে ষ্ট্যাফিলোম। পোষ্টাইকম- (Staphyloma posticum ) রোগপ্রবণ ব্যক্তির উক্ত বহিঃস্থ আবরণ-স্তর ক্রমশঃ বিকীর্ণভাবে অন্তরস্থস্তর হইতে পৃথগভুত থাকে। ইহাতে উহাদের মধ্যে যথেষ্ট ব্যবধান হয়। অস্ত্র দ্বারা ছেদন করিয়া দেখিলে, এই ব্যবধান একটী ত্রিভুজের ন্যায় বোধ হয়। ভষ্মধ্যে পূর্ব্বেক্ত সংযোজক-ঝিল্লী ক্রমশঃ পরিবৰ্দ্ধিত হইয়া সর্ব্বতোভাবে অবস্থান করে। এইরূপে যখন উক্ত স্থানদ্বয় বিরুভাবস্থা প্রাপ্ত হয়, তখন অপটিক্‌ ডিস্কের অব্যবহিত চতুষ্পাশ্ববর্তী স্কুরোটিক্‌ উক্ত স্মক্ষম তন্তরস্থ স্তরের মধ্য দিয়া দেখিতে পাওয়া যায়। এই স্তর পূর্ব্বে যেরূপ পশ্চাদিগ হইতে সচরাচর অবলম্বন প্রাপ্ত হুইত, এক্ষণে তাহা হইতে রহিত হুষ। সুতরাং উহ। ত্যাক্ষিক-আভ্যন্তরীণ-প্রতিচাপ ( Intra-ocular pressure ३छे, অকিউলার প্রেসার) আর সহ্য করিতে না পারিয়া, ষ্টফি* লোম রোগের উৎপাদন করে। (৩৩শ প্রতিকৃতি দেখ )।