পাতা:অক্ষিতত্ত্ব.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S & চক্ষুর শারীরতত্ত্ব। আইরিস ( IRIS. ) ইহাকে বাঙ্গালীভাষায় আলোকবরী কহে। ইতি পূর্ব্বে কণিয়। বর্ণন সময়ে উক্ত হইয়াছে, যে, যেসকল সূত্র কর্ণয়ার অভ্যন্তরস্তরের প্রান্ত হইতে উদ্ভূত হইয়াছে, তাহার কিয়দংশ আসিয়া আইরিস নিৰ্মাণ করিতেছে; এবং এমত কি, উহার অনেক স্বত্র তন্মধ্যে অবস্থিত থাকিতেও দেথ। গিয়া থাকে। দ্বিতীয় প্রস্থ স্থত্র—যাহ। বর্ণিয়ার প্রান্তভাগ হইতে উত্থিত হইয়। পশ্চাৎ দিকে সিলিয়ারি প্রবর্দ্ধন সকলের অভিমুখে ধাবিত হইতেছে বলিয়। বর্ণিত হইয়াছে, তন্মধ্যে বতবগুলি তাবার তাইরিসেও গমন করিতেছে। বস্তুতঃ এই সকল সৌত্রিকবিধান ব্যতীত তাইরিসে একদল উৰ্দ্ধাধঃ পরিলধমান ও বৃত্ত কণর সংকোচ ক স্বত্র, সংযোজক পিল্লী, বর্ণকোষ, রক্তবহু-নাড়ীগণ এবং অনেকশনেক স্নায়ুও অবস্থান করিতেছে। ইহার অগ্র প্রদেশ অনfরত এবং য়্যাকিউৎস হিউমারদ্বারা সততং স্নাত। পশ্চাৎ প্রদেশ অক্ষিমুকুরের কোষোপরি অবস্থান করে; এবং অভ্যন্তর প্রান্ত কনীনিকণর পরিধি সংঘটন করিতেছে। ইহাতে ংখ্য বর্ণকোষ আছে; তন্মধ্যে যাহার। পশ্চাৎ ভাগে অবস্থান করে, তাহার। সিলিয়ারি প্রেসেসের স্থিতিস্থাপক স্তরের অণচছাদক ইপিাথলীয়মের সহিত সমবৰ্দ্ধিত। তাইরিসের পুর্ব্বোল্লিখিত সঙ্কোচক (পৈশিক) স্বত্র সকলকে দুই প্রস্থে বিভাগ কর। যাইতে পারে। ১ম, বহিঃস্থ ব ব্যাসাৰ্দ্ধসম— এরূপ বর্ণিত আছে যে, উহ। বহির্দেশ হইতে অন্তর্দেশে গুচ্ছ কারে গমন করিয়া, কনীনি ক্ষা প্রসারক ( Dilatator pupillae ) হয়। ২য়, অন্তরস্থ –ইহ। বৃত্তাকার এবং ইছারাই কনীfনকার সঙ্কোচক সূত্র। আইরিসের রক্তবহানাড়ী সকল পরস্পর সমভাবে গমন করিয়া থাকে। ইহাদিগের আকার ক্ষুদ্র এবং ইহর। লণ্ড সিলিয়ারী আর্টরি বা বৃহৎ সিলিযারি ধমনী হইতে উৎপন্ন। পরন্তু এই সকল ধমনী অণবণর পশ্চাদেশে স্কুরোটিক্‌কে বিদ্ধ বরিতেছে; এবং উহার। যতক্ষণ পর্য্যন্ত আইরিসের বহিঃপ্রান্তভাগে উপস্থিত না হয়, ততক্ষণ পর্য্যন্ত সিলিয়ারি পেশীর সঙ্গে২ গমন করিতে থাকে। এই স্থলে উহার বিভক্ত হইয়। তাইরিসের পূরিনিমণ্ডলে অঙ্গুরীয়কবহু বেষ্টনকরতঃ তাইরিস এবং সিলিয়ারি পেশীতে শশখ। সবল বিস্তার করিতেছে। আইরিস অপথ্যালমিক গ্যাংলিয়নের সিলিয়ারিশাখাসমূহ এবং নাসা স্নায়ুর লং মিলিয়ারিশখ হইতে স্নায়ুসকল গ্রহণ বরিয়াছে। অপথ্যালমিক গ্যাংলিয়নের এই সিলিয়ারি শাখাসমূহ তাইরিস কে তৃতীয়, পঞ্চম এবং সিম্প8াথেটিক্ বা সমবেদন স্নায়ুর দ্বারা সংযুক্ত করিতেছে। ইহারা সকলে পরস্পর একীভূত হইয়া, তাইরিসের বাচ্যসীমাণ গুলে একটী প্লেক্সস