পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So চক্ষু পরীক্ষা করিবার রীতি। প্রবিষ্ট হুইয়া, তৎক্ষণাৎ তদভ্যন্তরস্থ অস্থিময় প্রাচীরে অভিঘাত প্রদান করে। অক্ষি গোলকের বিতান (TENSION ) — অত্যন্ত সাবধান হইয়া, অক্ষিপুটদ্বয়ের প্রান্ত, পুটীয় ও আক্ষিক কনজং টাইভ, স্কুরোটিক, কর্ণিয় এবং আইরিসের অবস্থা পুঙ্খানুপুস্থরূপে পরীক্ষণ করিয়া, পরিশেষে চক্ষু কি পরিমাণে বিতনিত, তাহা জ্ঞীত হওয়া সর্ব্বতোভাবে প্রয়োজনীয়। যে চকু পরীক্ষণ করিতে হইবেক, রোগীকে ভ'হ। মুদিত করিতে বলিসা, পরীক্ষক আপনার একহস্তের তর্জনীর অগ্রভাগ উক্ত মুদিত অক্ষিগোলকের বহির্দেশে স্থাপিত রাখিয়া, তদ্বিপরীত অপর হস্তের তর্জনীর অগ্রভাগ দ্বারা অক্ষিগোলকের উপরিভাগে মৃদুই প্রতিচাপ প্রদর্শন করিবেন। তে উহা যে পরিমাণে প্রতিরোধ প্রদান করে, সেই পরিমাণই অক্ষিগোলকের বিতান। সুস্থ অক্ষিগোলক সহজেই টোলখাইয়। যাইতে পারে; কিন্তু পুরাতন প্লকেণমা রোগে উহ। প্রস্তরবৎ কঠিন বোধ হয়। মিটার বোমান সাহেব বলেন, * “ চক্ষুর বিতনিমানকে নববিধ অংশে বিভক্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। আর এই ক্রিয়। অসম্ভব বলিয়াও বোধ হয় না। সুবিধ ও প্রকৃত পরিমাণ জ্ঞানের নিমিত্ত, উহার প্রত্যেক ডিগ্রী বিশেষ২ অঙ্কদ্বারা লিখিত হয়। এই নববিধ থিতানমান নিম্নে প্রদর্শিত হইতেছে। “ ব বিতান। বপ প্রকৃত বিতান। (?) এই প্রশ্ন বোধক চিকু দ্বার। সন্দেহ বুঝা যায়। কিন্তু এবম্বিধ বিষষে উক্ত সন্দেহ ভঞ্জনের কোন উপায় নাই। যে সকল অক্ষর ব অক্ষরের সহিত এক রেখার অবস্থান করে,তাহার মধ্যে এই (+) যোগ চিকু থাকুক, আর না থাকুক, তদ্বারা বৰ্দ্ধিত-বিতান ( Increased Tension ) জ্ঞাত হওয়া যায়। উহার মধ্যে এই ( – ) বিয়োগ fs; otifoot, sootin-fisia (Diminished Tension) জ্ঞাপন করে। নির্মে এতদ্বিষয় সবিস্তারে লিখিত হইতেছে। যথ1;— “ব + ৩, তৃতীয়মান, অথবা সর্ব্বেণ চ বিতগনমান। ( Extreme Tension ) ইহাতে অঙ্গুলিদ্বারা দৃঢ়চাঁপ দিলেও অক্ষিগোলক টোল খণয় না। “ ব + ২, দ্বিতীয়মান বা মধ্য-বিতগনমান। ইহাতে অঙ্গুলি চক্ষুর ভুকু সকলকে তাম্প চাপিতে পারে।

  • ব + ১, প্রথম বিতগনমান। ইহা যদিও স্বপ, কিন্তু নিশ্চয় সূচক। _" ব + ১?. বিতান বৰ্দ্ধিত হইয়াছে কি না, এতদ্বিষয়ক সন্দেহ।

British Medical Journal,” 1862, vol. ii. p. 378.