পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8o অক্ষিবীক্ষণ-যন্ত্র। “. অক্ষিী ক্ষণ মুকুরকে চক্ষু হটতে প্রায় ১৮ ইঞ্চ দূরে লইয়। গিয়া, ভম্ম গ্র্য দিয় যে কোন দূর বস্তু দর্শন করা যাউক না কেন, অধঃশিরঃ মূর্ত্তি অবলোকিত হইয় থাকে। আমরা এই মূর্ত্তি উক্ত মুকুরে যেন চিত্রিত রহিয়াছে এরূপ বোধ করি; কিন্তু বাস্তবিক তাহ নহে। উচ্ছ। আকাশে প্রতিবিম্বিত হয়, এবং উহা মুকুরের রশ্মিকেন্দ্রের দূরতনুসারে ( Focal length ), উক্ত মুকুর অপেক্ষ আমাদের চক্ষুর ততিশয় BBBBB BB S BBBBB BBBBS BBBS gD BBB BBBDBBSBBS DDu পারে। একখানা মুদ্রি ত কাগজ এক চক্ষু মুদিত করিয়া, অপর চক্ষুরদিকে, যতক্ষণ পর্যন্ত না তক্ষরগুলি অস্পষ্ট দৃষ্ট ইত আরম্ভ হয়, ততক্ষণ পর্যন্ত ক্রমশঃ তানয়ন করিতে হয়। পরে, যে স্থলে এই অস্পষ্টভ হইতে আরম্ভ হইল, চক্ষু হইতে সেই স্থানের দূরত নির্ণয় বর। মনে কর, উন্থ। যেন ৮ ইঞ্চ। এক্ষণে পুনরায় অধঃশির; মূর্ত্তি গ্রহণ কর ও ক্রমেং কুর চক্ষুরদিকে আনয়ন কর, এবং যেস্থলে মূর্ত্তি অস্পষ্ট অনুভূত হইতে থাকে, তা পূর্ব্বোক্ত স্থান হইতে কতদূর অন্তরে অবস্থিত, তাহার পরিমণি স্থির কর। এই দূরতর পরিমাণ ৮ ইঞ্চ + মুকুরের বিন্দুমুখ দৈর্ঘ্য (Focal length )। যুকুরের বিন্মুখ দৈর্ঘ্য ২ ইঞ্চ হুইলে, তার্থ।ৎ ২ ইঞ্চ লেন্স হইলে, উহ। ১০ ইঞ্চ হুইবে এবং ৩ ইঞ্চ হইলে, ১১ ইঞ্চ হইবে। ইস্ক। দ্বারা এই জানা যাইতেছে, যে, অপঃশির-মূর্ত্তি মুকুরের সম্মুখদিকে ক্রমশই অগ্রবর্তী হইতে থাকে; এবং উচ্ছ। চক্ষু হইতে ৮ ইঞ্চ দূর অপেক্ষ তাধিক নিকটবর্তী হইতে পারে। কিন্তু মুকুর তদপেক্ষ অধিক দূরে অবস্থান করিয়া থাকে ৷ ” নিম্ন লিখিত তিনটি কারণে অসহজ প্রণাল,ই চক্ষু পরীক্ষণ করিবার সময় ব্যবহত হইয়া থাকে — ১ ম তঃ। ১২ কিম্ব। ১৪ ইঞ্চ দূর ইভে রেটিনার বেশন রক্তবহt-নাড়ী বা তদুপরিস্থ অন্য কোন ক্ষুদ্র পদার্থের স্পষ্ট মূর্ত্তি দৃষ্টিগোচর হইয়। থাকে। ২য়তঃ। যদিও মূর্ত্তি অধিক পরিমাণে বৃহৎ হস না, কিন্তু দৃষ্টিক্ষেত্র বৃহত্তর হয়; তেরাং ত্যহাতে ফণ্ডসের অর্থাৎ চক্ষর তলদেশের প্রায় অধিকাংশ স্থান একেবারে দৃষ্ট হয় বলিয়ণ, উহার ভিন্নং অংশ সকল পৃথক ২ একসঙ্গে সমালোচনা করিয়া, পরস্পর অনুভব করা য{ইতে পারে। - ৩ য়ত:। সহজ প্র-গলী অপেক্ষ। ইহাতে অধিকতর পরিষ্কার ও উজ্বল মূর্ত্তি দেখিতে পাওয় যtয়।