পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(te অক্ষিবীক্ষণ-যন্ত্র। অপ্টিক্‌ ডিস্কের মধ্য দিয়া, রেটিনার কৈন্দ্রিক ধমনী এবং শিরা যে বিন্দুতে চক্ষুর মধ্যে প্রবিষ্ট হইতেছে, তাহার কোন নির্দিষ্ট স্থান নাই। রক্তবহা-নাড়ীগণ সচরাচর প্যাপিলণর ঈষৎ শুক্ল বর্ণ ও মগ্নয়মান কেন্দ্রের মধ্য দিয়া গমনাগমন করে। কিন্তু তদ্ভিন্ন অন্যস্থানেও উহণয়ন প্যাপিলাতে বিদ্ধ হইতে পারে। সচরাচর, প্যাপিলার মধ্যস্থলে একটা বা দুইটী বৃহতর রক্তবহণ-নাড়ী শাখা অনুভূত হয়। অপরাপর শাখাগুলি, বোধ হয় ডিস্কের স্কিকুল ( Scleral margin ) efEeitsta fäÉ<ëí প্যাপিলণর পরিধি-মধ্য দিয়৷ গমনাগমন করে। আমরা যে কাচের দ্বার। রক্তবহু-নাড়ী সকল দর্শন করিয়া থাকি, তাহার বস্তু-বৃহত্তর দেখাইবার ক্ষমতানুসারে ঐ সকল নাড়ীর স্থূলতার প্রভেদ হইয়া থাকে। চক্ষু পরীক্ষণ করিতে সামান্য অভ্যাস থাকিলে, অতি অপেক্ষণের মধ্যেই তদ্বিষয়ক বিশেষ২ পরিবর্তন দেখিতে পাওয়া যায়। ধমনী সকল অপেক্ষ। শির। সকলের বর্ণ অধিকতর ঘেণর। এই ঘেণরত। উহাদের সকল স্থানেই সমান। ধমনীদিগের মধ্যস্থল স্বচ্ছ বলিয়। বোধ হয়। তাহার কারণ এই যে, ধমনীদিগের মধ্যস্থল অপেক্ষাকৃত উন্নত; সুতরাং তথায় তাহদের পাশ্ববর্ত্তী স্থানাপেক্ষ অধিক আলোক প্রতিফলিত হয়। যদি অত্যন্ত মনোযোগ করিয়া অবিকৃত চক্ষুতে কৈভিদক-ণির পরীক্ষণ করা যায়, তাহ হইলে আমরা উছার বেপন অনুভব করিতে পারি। অণবণর, অক্ষিগোলকে মৃদু প্রতিচাপ দিলেও ঐ বেপন স্পষ্ট অনুভূত হয়। কিন্তু অত্যন্ত প্রতিচাপ লাগিলে, উক্ত বেপন ৰুদ্ধ হইয় পড়ে; এবং তাহাতে উহাদের মধ্য দিয়া রক্ত সঞ্চালনের ব্যাঘাত হইয়া, উহাদিগকে অদৃশ্য করিয়া ফেলে। সুস্থ চক্ষুতে এই ধমনী-বেপন অনুভূত হয় না। কিন্তু অক্ষিগোলকে প্রতৃিচাপ দিলে উহ। তৎক্ষণাৎ অনুভূত হইতে পারে। এই বেপন আবার চক্ষুর আভ্যন্তরীণ প্রতিচাপ সমবেত হইলে বিলক্ষণ অনুভূত হইয় থাকে। গ্লকোম। রোগ ইহার উদাহরণ স্থল। অপ্টিক্‌ ডিস্কের সকল স্থানের বর্ণ একরূপ নহে। উহার বাহদেশ ঈষৎ পাংশুবর্ণ ও চিত্রবিচিত্রীকৃত। ঈষৎ পাংশুবর্ণ স্বায়ুর টিউবল সকল এবং উজ্জ্বল শুক্লবর্ণ ল্যামিন ক্রিব্রোজার বন্ধনী সকল হইতে, বিভিন্ন অণলোক প্রতিফলিত হইয়া, উহার এরূপ বিভিন্ন বর্ণের উৎপত্তি করে। যে স্থানে রেটিনার রক্তবহা-নাড়ী সকল বাহিরে আলিতেছে, সেই স্থান সমধিক শ্বেতবর্ণ; এবং কখনই এই স্থান একটী ক্ষুত্র গহবরের ন্যায় অনুভূত হয়। বাহাদেশপেক্ষণ ডিস্কের অন্তর্দেশ অম্প লোহিত বর্ণ। তাহার কারণ, উহ। অপেক্ষণরত অধিক স্নায়ু-স্বত্র দ্বারা ঘনীভূত; সুতরাং