পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘e অক্ষিকোটরের রোগবিলি। ফেলিকিউলার (Follicular ) সিস্টে কখন২ বসাবৎ একপ্রকার পদার্থ থাকে; সুতরাং তখন উহাতে কোনরূপ উর্ম্মিবিলোড়ন অনুভূত হইতে পারে না। ইহঁতে রোগ নির্ণয় পক্ষে সন্দেহ হইলে, আমর।এক্স প্লোরিং fনড়ল নাম চ অস্ত্র ব্যবহার করিয়া অনায়াসেই রোগের প্রকৃতি নির্ণয় করিয়া থাকি। চিকিৎসা 1—এইরূপ স্থলের চিকিৎসা, প্রথমতঃ দেখিলে যত সহজ বিবেচনুহয়, উছ তত সহজ নহে। সিষ্টকে বিদ্ধ করিয়া তন্মধ্যস্থ পদার্থ বহির্গত কর যুক্তিযুক্ত নহে। কারণ আমরা নিশ্চিত জানি যে, এইরূপ করিলে উহার অন্তর্নিবিষ্ট পদার্থ সকল পুনর্ব্বার উৎপন্ন হইতে পারে। যদি সিষ্ট বৃহত্তর হয়, তবে উহাতে রক্তস্রাব ( IIamorrhage ) হইয়া পুয়েtৎপত্তি হইতে পারে; এবং তাছা হইলে বোধ হয়, মস্তিষ্ক পর্য্যন্ত উহার উত্তেজন প্রসারিত হইয়। সাংঘাতিক ফলেণং পত্তি করিতে পারে। যাহা হউক এইরূপ সিস্ট সকল সাধ্যমত কর্ত্তন করিয়া বহির্গত করাই শ্রেয়ঃ। আর যদি ঐ সকল সিস্ট অক্ষিকোটরে অতি গভীররূপে বিস্তৃত হয়, এবং উহাদিগকে সমুলোৎপাটিত করিতে যদি নিতান্ত অসমর্থ হই, তবে তাহদিগের যত অধিক অংশ উত্তোলিত করা যাইতে পারে, ততই উত্তম। এই— রূপ করিতে গেলে, অক্ষিপুটের ভিতর দিয়া কিঞ্চিৎ অধিকতর কর্ত্তন করা আবশ্যক। কারণ, এই অক্ষিপুটের পশ্চাৎ প্রদেশেই উক্ত টিউমার উন্নতভাবে অবস্থান করে। বাস্তবিক অক্ষিপুট মধ্য দিয়। অতি রহত্তর কর্ত্তন করিয়া উক্ত টিউমারকে স্পষ্ট দৃষ্টিগোচর করতঃ, একেবারে নিষ্কাশিত করিয়া লইতে হয়। অথবা প্রয়োজন হইলে, বাহ ক্যানথ্যস ( Outer Cauthus ) কর্ত্তন করতঃ অক্ষিপুট উল্টাইয়া পুর্ব্বমত কার্য্য করিতে হয়। হাইডেটড় ( Hydatid cy৪t ) লিষ্ট —আমরা কখনই অকিগোলকে হাইডেটড লিষ্ট সকল দেখিতে পাই। উহার আকারের সমধিক বদ্ধিত হইলে, অক্ষিগোলক আনন্যেপায় হইয়া, নিকটে বা দূরে স্থানভ্রষ্ট হইয়। আইসে। যদি অক্ষিগোলক এবং অক্ষিকেণটরপ্রাচীর, এতদুভয়ের মধ্যস্থানে টিউমার সমুদিত হয়, তবে উহা স্পর্শ করিলে কঠিন স্থিতিস্থাপক স্ফীতি বলিয়া অনুভূত হইয়া থাকে। উহাতে সাধারণতঃ অস্পষ্ট উর্ম্মিবিলোড়ন অনুভূত হয়। অপিচ, এইরূপ রোগ দেখিলে পুরাতন স্ফোটক বলিয়া প্রণয়ই ভ্রম হইয়া থাকে; সুতরাং গভূড নিড়ল দ্বারা এই বিষয়ের মীমাংসা করা বিধেয় হয়। ইহাতে এই টিউমার হাইডেটড সিষ্ট হইলে, উক্ত বিদ্ধস্থান দিয়া নির্বর্ণ স্বচ্ছ তরল পদার্থ বিনিঃস্থত হইয়া থাকে। এইরূপ স্থলে সিষ্টকে অস্ত্র দ্বারা বিদারণ করা সর্ব্বতোভাবে বিধেয়; এবং সাধ্যায়ত্ত হইলে, ইকিনেকেকাই (Echinococci ) পূর্ণ ক্ষুদ্র ২ ঐ