পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9@ অক্ষিকোটরের রোগবিলি। দেখি লন যে, অক্ষি গণল ককে নিম্ন ভ্যন্তরদিকে প্রতিচাপ দিলে, আক্ষিকোটরের বহিঃস্থ উৰ্দ্ধাংশে, একটা টিউমর স্পষ্টরূপ অনুভূত হয়। উহার দৃষ্টর কোনরূপ হীনি হয় নাই। অক্ষিপুটের চর্মও পীড়িত হয় নাই, `ेदश् छिऎषांझ्री থলিস্থণর্ব দের (Encysted tumour) ন্যায় বোধ হওযায়, উহীতে অস্ত্র করিতে র্তগহীর সম্পর্ণ মনস হইল। অপিচ ঐ ব্যক্তি উক্ত স্থানে কেশন.পি যন্ত্রণবোধ করিত না, এবং তfহার গ্রীবাদেশের গ্রন্থিসকল ও বৃহত্তর হা নাই। যাহ। ভউ ক এই সকল দেখিয়া, উহাকে ইনসিটেড বা থল:মধ্যস্থ টিউমার বলিয়া বিশেষরূপ বোধ করতঃ, তিনি ঐ স্থানে তাস্ত্র করিতে দৃঢ় প্রঘত্ব হইয়াছিলেন। রোগীকে ক্লোরোফর্মের অধীনে আনিয়া, বহিঃস্থ ক্যানথস্ (Outer eanthus ) ছিন্ন করত:, সেই চক্ষুর উৰ্দ্ধশক্ষিপুট উলটাইয়া দিলেন। পরে উক্ত অস্বাস্থ্যজনক পদার্থ অনণয়ত করিয়৷ দেখিলেন যে, উহ। স্কিরস রেণগ। উল্লিখিত স্তৃপণকার অর্ব্ব দটী ললাটস্থির অক্ষিকোটরাধীরে সংলগ্ন থাকিয়া, গভীররণে অক্ষিকোটরে বিস্তুত হইয়াছিল। উহার সমুদয় অংশ কর্ত্তন করিয়া লইয়া, পরে অক্ষিগোলক রক্ষণয়ে, তৎস্থানে ক্লোরাইডু। অব জ্বিঙ্ক পেষ্ট প্রদান করা হইয়াছিল। অস্ত্র বরিবার পরদিবসে কর্ণিয় বোধ হয় ক্লোরাইড অব স্কৃিঙ্কের গুণেই, অস্বচ্ছ হইয়া গিয়াছিল। উহা সম্পূর্ণভাবে বিচ্যুত হইয়। পরিশেষে চক্ষুঃস্থংস করিয়াছিল। - এস্থলে এই রোগীর পরবর্তী চিকিৎস। প্রণালী বর্ণনা কর। অনাব শ্যক বিবেচনা হইতেছে। কারণ ক্ষত ক্রমশই আরোগ্য হইতে অণরস্তু হইয়ণছিল। কিন্তু ইহ সম্পূর্ণ অরোগ্য হইবার পূর্ব্বে গ্রীবাদেশের গ্রন্থিসকল বৃহত্তর হুইয়। উঠিল। ইহাতে নিঃসন্দেহ বোধ হইতেছে যে, এই ৰূদ্ধ ব্যক্তি সত্বরই মৃতু্যগ্রাস পতিত হইয়াছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে কলিকত। হইতে স্থানান্তরিত হওয়ায়, এই রোগের শেষ ঘট। এস্থলে সবিশেষ বর্ণিত হইল না। ইপিথিলীয়্যাল =FitzGītā ( Epithelial cancer ) l—ninzi অক্ষিকোটরে কদাচিৎ ইপিথিলীঘ্যাল ক্যানুসণর রোগ দেখিতে পাই। মিন্টার হলুক সাহেব * এই বিষয়ের এক মহৎ উদাহরণ বিজ্ঞাত করাইয়াছেন। গণ্ডদেশে মুস্টাঘাত লাগয়। এই রোগ আবির্ভূত হইযণfছল, ও সেই ঘটণর ছয়সপ্তাহ পরে, রোগীকে একটী ফোটকত্রণন্ত রোগীর ন্যায় সম্প,ণ প্রতিভীত হইয়াছিল। আর এরূপও বোধ হইয়াটিল যে,

  • Ophthalnic Isospital Reports, vol. v. p. 336.