জল পরিস্কৃত্তি করণের ব্যবস্থা। ১৩৫ এক গ্যালন জলে ৪ ফোটা পূর্ব্বোক্ত দ্রব্য মিশাইলেই উহার বেশ পরিশোধন হইতে পারে ; কৃপ বা ইদারার জল পরিষ্করণ छछ २ सेकन अठब्रन *ांब्रमांक्रांद्रम हे व८थढ़े । cय श्रृंर्षीख कूश्रीদির জল ঈষৎ ভাবে লাল বর্ণ ধারণ করিতে মা দেখা যায় সে পর্য্যন্ত উহা মিশ্রণ করা প্রয়োজন । দেখিতে পরিস্কার হুইলেই যে জল বিশুদ্ধ হইতে পারে তাহা মনে করিওনা ; এক ফোটা জলের মধ্যে ৫• •, • • •, ••• পঞ্চাশ কোটি কলের বা অন্যান্ত রোগবীজের জীবাণু অনায়াগে অবস্থান করিতে পারে, অথচ তাহা তোমার চর্ম্ম চক্ষে দেখা যায় না ! ! ! মফঃস্বলে সুপেয় নির্দোষ পানীয় জল পাওয়া অ{জकfन सक्नुझे छूकब्र एहे ब्रा *क्लिग्राहक्क, अल छिकूरुि তাই এখানে সহজ উপায়ে জল পরি- बेङ्ग१ স্করণের ২১টি পন্থা দেখাইয়া দিতে ইচ্ছা করি। আমাদের বিশ্বাস এই উপায়ে পানীয় জল পরিস্করণ করিলে, সহজেই দুষিত পানীয় সেবন হেতু উদ্ভূত পীড়াদির হস্ত হইতে নিস্কৃতি পাওয়া যাইতে পারে। ( ১ ) জল অগ্নিতে ফুটাইয়া লইলেই উহার সকল দোষ অপনোদিত হইতে দেখা যায় ; উষ্ণ করিলে জলের কেবলমাত্র যে অধিকাংশ অর্গানিক ( Organic ) দুৰিত পদার্থ বিনষ্ট হইয়া যায় তাহা নহে, ইহাতে ইনগনিক ( Inorganic ) লাবনিক পদার্থও ( salts)-पाश जवन चयস্থায় জলের সহিত বিগলিত ( dissolved ) থাকে—মধঃক্ষিপ্ত शहेब्रा *iरफ़ ।। 4हें अण शनेि छैब६ छैकांदइां८ङ्हें थांeग्ना इग्न, তাহা হইলে আরও ভাল, কারণ উহা সর্ব্বাপেক্ষ স্বল্প
পাতা:অজীর্ণতা প্রতিকার ও ব্যবস্থা.djvu/১৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।