পাতা:অজীর্ণতা প্রতিকার ও ব্যবস্থা.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८अ cनव। कद्र शृशैब्र कर्डश । **७ তাহার বিষয়ও কিছু বলিতে ইচ্ছা করি। ইহার প্রতিকার কয়ে গে। জাতীর উন্নতি সাধণ করা সর্ব্বতোভাবে প্রয়োজনীয় । পূর্ব্বে এ দেশে গো-সেৰ গৃহস্থের একটি নিত্য নৈমিত্তিক ধর্থের মধ্যে গণ্য ছিল, অর্থাৎ ধর্ম্মোদেশে গো-জাতীর প্রতিপালন এবং সংবৃদ্ধিসাধন সকল লোকেরই অবগু কর্ত্তব্য বলিয়া অবধারিত ছিল । গো-জাতির দুগ্ধসেবনে, যখন আবালবৃদ্ধ আমরা সকগেই পরিবদ্ধিত হইয়া থাকি,তখন তাহাদিগকে মাতৃস্থানীয়া মনে ধারণকরতঃ সেবা করায়, ন্যায়তঃ যে ধর্ম্ম আচরিত হয় তাহীর সন্দেহ নাই । কিন্তু বাস্তবিক যদি উহ ধর্শ্বের ভাবে দেখিতে আমরা অনিচ্ছুক হই, তথাপি কি অন্ত ভাবেও ইহাদের সেবা করা আমাদের অবগু কর্ত্তব্য নছে ? উহাদের উন্নতিসাধন অর্থে আমরা এই বুঝি যে, যাহাতে উহার গো-জঙির সেল। नृश्इ ५६ স্বচ্ছদে আহার বিহার সম্পন্ন করিতে পারে, তৎপ্রতি দৃষ্টি রাখা মাত্র । এই প্রকারে পরিপুষ্ট হইলেই, পর্য্যাপ্ত পরিমাণে উহারা আমাদিগকে দুগ্ধ দিতে পরিবে এবং তাছ, সেবন করিয়া আমরা, আমাদের ভবিষ্যৎ জাশ ভরসার স্থল,~শিশু সন্তানগণ,–এবং রোগ প্রভৃতি সকলেই সুস্থদেছ লাভ করিতে পারিব। তবেই দেখুন, গো-জাতির সেবায় কাহাদের লাভ হইয় থাকে। আজকাল গে।-সেব। একপ্রকার উঠিয়। গিয়াছে বলিলেষ্ট হয়, যদিও এখন আর গৃহন্থের নিত্য হোম-যাগ-সঙ্গের