ঔষধ ও জাদেশ পালন । 8ግ উাহার উপদেশান্থায়ী নিয়মাদি সম্পূর্ণ পালন করা অবগু কর্তব্য, নতুব। আশানুরূপ ফল পাইবেন । এই পুস্তক মধ্যে যাহা যাহা বর্ণিত হইয়াছে, তাহা সকল দেশের চিকিৎসকগণ কস্তৃক অনুমোদিত, সুতরাং ইহা ভালরূপে জৰীত করিলে এবং এই মতে চলিলেই দেখিবে যে, অনেক সময় ঔষধের ব্যবহার ন৷ করিয়াও—তোমার রোগ উপশম প্রাপ্ত হইয়াছে ! তবে রোগ একবার তাল করিয়া দেখা দিলে, পূর্বোক্ত নিয়মাদি পালনের সহিত চিকিৎসক নির্দেশিত ঔষধ সেবন করা বিশেষ আবশ্বক । এই গ্রন্থের প্রথম অধ্যায়ের শেষ ভাগেই এ সমুদয় কথা উক্ত হইয়াছে, তথাপি গুরুত্ববোধে ইহার পুনরুল্লেখ করিতে বাধ্য হইলাম। SAMMS AMMMMMA ZAMMMMMAAA AAAASAAAA তৃতীয় পরিচ্ছেদ । SAJASAMYMJSeeSzeAAA S0SASAAAAASAAAA অস্ত্রমধ্যে পরিপাক ক্রিয়ার সমাধা এবং য়কৃত ও পিত্তের কার্ষ্য । পাকাশয় পরিত্যাগ করিয়া অশ্লষধ্যে জীর্ণ প্রক্রিয় বর্ণনা করিবার পূর্বেই, কেমন করিয়া পাকশন ও ছিল। পাকাশয় পরিঙ্কতভাবে রাখিতে হয়, বঙ্গ প্রয়োজন ৰোধ করি। যে সকল নরনারী বহুদিবস ধরিয়া জীর্ণ পুঁড়ায় কষ্ট পাই
পাতা:অজীর্ণতা প্রতিকার ও ব্যবস্থা.djvu/৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।