পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెe বঙ্গদেশের ইতিহাস । পৃথক হন, এবং তং সংসৃষ্ট দোষে আরং অনেক বৈদ্য বঙ্গঙ্গ হইতে পৃথক হইয়। রাঢ়ি খ্যাতি প্রাপ্ত হন, তাহারাষ্ট্রপঞ্চদশাহ অশৌচ ব্যবহার, এবং যজ্ঞোপবীত ধারণ প্রথা করেন, (কিন্তু রাজ রাজবল্লভ নানা দেশীয় পণ্ডিতের ব্যবস্থা লইয়া যজ্ঞোপবীত ধারণ বিধি পুনর্জীবিত করেন ) বল্লালসেন ক্ষমতাপন্ন মনুষ্য হইয়াছিলেন, ৫০ বৎসর স্বাধীন রাজ্য করেন, তাহার প্রথম রাজধানী সুবর্ণগ্রাম এবং গৌড় নগরেও বাস করিতেন, তং কর্তৃক বঙ্গদেশীয় বৃক্ষণ প্রভৃতির কৌলীন্য মর্যাদা ধায্য হয়,এবং বঙ্গদেশ ৫ অংশে বিভক্ত হয়, আহার ১ বারেন্দ্রভূমি, ২ বঙ্গ, ৩ বাগড়ি,৪ রাঢ়,৫ মিথিল,বল্লালের পুএ লক্ষ্মণসেনও উত্তম রাজ্য করেন, তাহার রাজধানী প্রথম গৌড়, পরে উখড়। নামে নগর স্থাপিত করিয়া সেই স্থানে বাস করিতেন । ৬৩eবৎ সর গত, অথবা ১১৩০ শকাবে যখন কুতবুদ্দীন দিল্লীর সিংহসনে উপবিষ্ট, মহম্মদ বখতার নামে তাহার এক সেনাপতি বহু সৈন্য সমভিব্যঙ্গার বঙ্গদেশে প্রেরিত হন, তখন বঙ্গদেশীয় জ্যোতিষ বেত্তারা গণনা করিয়া লক্ষ্মণ রাজাকে কহিলেন, যে বঙ্গ দেশ তুৰুক হস্তে পতিত হইবেক ইহা শুনিয়া ৮০ বৎসর বয়স্ক বৃদ্ধ লক্ষ্মণকে ত্যাগ কৰিয়া, পাত্র মিত্র সৈন,াধ্যক্ষপ্রভৃতিতাবতে স্বপরিবার উড়িস্যায় পলায়ন করিলেন, সুতরাং যুদ্ধ আয়োজন মাত্র হইল না, ইতিমধ্যে উক্ত যবন সেনাপতি উপস্থিত হইয়া, একাক্ষিলক্ষ্মণকে রকরিয়া, নগর সম্পূর্ণৰূপে ধ্ৰুংস করিয়া, গোঁড় মগরে গিয়া জাপন রাজধানী করেন, লক্ষ্মণ অপদস্থ ক্ষেত্রে