পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুয়াসিস, দিনামার, প্রভৃতি সকলে হুগলিতে বাস করিয়ানাল প্রকার বাণিজ্য করিতেন, পরে পরে স্বতন্ত্র স্বতন্ত্র স্থান অর্থাৎ ফুঠী করেন । r প্র । ইংলণ্ডীয় দিগের এদেশে রাজা হইবার হেতুকি । উ দিল্লীর বাদসা মহম্মদ সাহার শাসন সময়ে, যখন নাদরস হিন্দুস্থানে আগমন করিয়াছিলেন,সেইকালে আলাবুদির্ষ বঙ্গ বেছর উড়িষ্যার নবাব পদে মুরমিদাবাদে স্থাপিত হইয়া, মহারাষ্টদিগকে ১১ লক্ষ টাকা সাংবৎসরিক প্রদান করত, নিরু দ্বেগে রাজশাসন করিষাছিলেন, তাছার পরলোকের পর, তৎ পুত্র সেরাজদৌলা তৎপদে অভিষিক্ত হন, সেরাজঅত্যন্ত দুৰ্বত্ত তাহার পিতৃব্য ঢাকার নবাব পরলোক গমন করিলে পর, তৎ গম্ভীর হস্তে কিঞ্চিৎ ধন ছিল, তাহ হরণোদ্বোগ করাতে সেখানকার মায়েব নৰাব রাজ রাজবল্পত,পুত্র কৃষ্ণদাস সমভিব্যহার ধন রক্ষার্থে গ্রীক্ষেত্র যাওন ছলে কলিকাতায় অসিয়া ইংরাজের শরণাপন্ন হন, ইহা শুনিয়া সেরাজ ক্রুদ্ধ হইয়৷ দ্রেকসাহেবকে পত্র লিখেন, যে লিগি দৃষ্টি মাত্র কৃষ্ণচন্দ্রকে ধৃত করিয়া পাঠাও দ্রেক তাহতে সন্মত না হওয়াতে নবাব সৈন্য সমভিব্যহার ক্ষলি কাতায় স্বাগত ইয়া, নগর এবং দুর্গসম্পূর্ণৰূপে পৃংস করেন, ইংরাজের কতক ধূত, কতক হত, কতক পলায়ম করুত মাদরাজ গিয়া, কণেল ক্লাইব এবং এডমাইরেল ওয়াটসন, এই দুই সেনাপতি, কয়েক খান যুদ্ধজাহাজ, আর কিঞ্চিং সৈন্য লইয় কলতায় উপনীত হন, সেখানে নবাবের এক ক্ষুদ্র দুর্গ ছিল,এবং