পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর কিঞ্চিং জানয়ন করিয়া রপস্থলে আগত হউন, যুদ্ধকালে মবাবের অধিকাংশ সৈন্য বিপরীত পঙ্গ হইয়া যুদ্ধ করিবেক, কোন চিন্ত নাই, কলে কৌশলে সেরাজদ্দৌলাকে দূর করিয়া, জাফরকে সিংহাসনোপবিষ্ট করিলে, আমদাদির তাবতের সুখ হইবেক, ইহা শ্রবণে সাহেবলোক এক সভা অথৎ কৌন্সেল করিয়বিচারারম্ভ করলেন, ত{হাতে এডমাষ্টরল বক্তৃত করেন, আমরা বাণিজ্য ব্যবসায়ী, চিরকাল শিষ্ট, একর্ম্ম প্রশংসনীয় নহে, ক্লাইব কাহন, দেশের লোক সন্তুষ্ট এবং নবাব অধর্ম্মক একর্ম্মে হানি বোধ হয় না, বরং কালেতে এদেশ অম্মদ দির হস্তগত হইতে পরিবেক, এই মত অনেক বাদানুবাদের পর, কথা স্থির হইয়া ক্লাইন নবাবকে পত্র লিখেন, তাহার মর্য এই যে আমারদিগের তানক ক্ষতি হইয়ছে, তাঙ্ক প্রত্যপণ করুণ, ইহ শুনিয় নবাব রাগান্ধ, পলাসিতে উভয় দৈন সন্দশন হয়, ৰুণস্থলে নবাবের ৫০০ ০০ পঞ্চাশ হাজার সৈন্য, ৫০ তোপ, Ro ফরাসিস, ইংরাজ পক্ষে ৯০০ গোরু, ২০০০ মাদরাজী সিপাহি, ২৮ তোপ, অত্যাশ্চর্যJ যুদ্ধ, মিরমদনকে এক গুলিলাগে,এবং নবাবের সন্মুখে আনিয় ফেলে, তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ,ইত্যাদি নানা কৌতুক দৃষ্টি, তখন সেরাজের চৈতন্য জন্মিয়া,কাসিমের পাদপদ্মে নিজ মুকুট সংস্থাপন, সৈন্য কে কোথায়, সেরাজ প্রাণ লইয়া প্রস্থান, মুরশিদাবাদে গিয়া সিংহাসনাৰূঢ় হইয়া, ভূত গণকে আজ্ঞা করেন, তাবৎ অবাধ্য, অবশেষে কিঞ্চিং ধন লইয়। প্রস্থান করত রাজমহলে প্রাচীন বন্ধুর হন্তে পতিত