পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্র। যশোহর জেলার বিবরণ কি ৷ উ। এজেলার উত্তর সীমা পদ্মানী,দক্ষিণসমুদ্রপশ্চিম কৃষ্ণ নগর জেলা ও হুগলি জেল, পূর্ব্ব ঢাক জালালপুরের জেলা ও বাখরগঞ্জ জেল,প্রধান গ্রামের নামভূষণ,মহম্মদপুর,নলডাঙ্গ, মুড়ী,মধুখালী,গোপালগঞ্জ,খুলনীয়,এজেলার দক্ষিণভাগ সমু ন্দ্রের খাল আন্দ্র দ্বীপ এবং বনেতে পরিপূর্ণ,এজেলার নদীর নাম ভৈরব, চিত্র, নবগঙ্গা, কুমার, মধুপতি,লোক সংখ্যা ১২০ so se তাহার ৮যবন 9 হিন্দুএস্থানের ভূমি ফলবতী তণ্ডুলনীলগুড় যথেষ্ট জন্মে এজেলার পথ অতি মন্দ বর্ষাকালে জলপ্লাবিত হয় কেবল কলিকাত হইতে ঢাকা পর্যন্ত এক পথ আছে মাত্র এদেশে অট্রলিক অতি অম্প । প্র । হুগলি জেলার বিবরণ কি । উ। হুগলি জেলাগঙ্গার দুইদিকে উত্তর সীমাবদ্ধমান ওক্লষ্ণ নগর জেলাদক্ষিণ সীমা সমুদ্র পূর্ব্বগাম। যশোহর জেলা পশ্চিম সীমা মেদিনীপুর জেলা প্রধান মগরের নাম ঐরামপুর চুচড় চন্দননগর সপ্তগ্রাম কুলপি কিজর তমোলক চন্দ্রকোণ লোকসংখ্যা ১•••••• লক্ষ তাহার ৭• হিন্দু। যবন এজলা অপকাল হইল অন্যান্য জেল হইতে বহিস্কৃত করিয়া নূতন পত্তন হইয়াছে এস্থানের ভূমিতাবৎ স্থান হইতে নিম্প্রতি বৎসর বন্য জাইসে এজম্যে ফলবর্তী ধান্য অনেক উৎপত্তি হয় এখানকার অনেকামেকনী আপন২শাখা দ্বারামিলিত প্রযুক্ত নৌকাপথে গমনাগমন করা যায় । ঘৰনাধিকারে তাবৎ ইওরোপীয় হগ: