পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& II মেদিনীপুর জেলার বিবরণ কি t! - উ । এই জেলার উত্তর সীমা রামগড় ও বদ্ধমান, দক্ষিণ সীমা ময়ূরভঞ্জ ও বালেশ্বর, পুর্ব্ব সীমাবদ্ধমান ও হুগলি ও সমুদ্র, পশ্চিম সীমা ঐ ময়ূরভঞ্জ এবং রামগড়,এজেলাতে প্রায় ১৫লক্ষ লোক আছে তাহার প্রায় হিন্দু প্রধান নগর মেদিনীপুর জলেশ্বর পিপলী নাগরগড় উৎপন্তি দ্রব্য গুবাক গুড় শানবস্ত্র !! প্র । কটক জেলার বিবরণ কি ti উ। এই জেলার উত্তর সীমা মেদিনীপুর ও ময়ূরভঞ্জ, দক্ষিণ সীম সরকার দেশ,পূৰ্ব সীমা বাঙ্গালার মহাখাল,পশ্চিম সীম। উড়িদার অন্তর্গত ক্ষুদ্র রাজ্যত বৎসর লইল নাগপুরের রাজ তইতে এই জেলা ইংরাজির অধিকার করিয়া লইয়াছেন,ইহার উত্তর ভাগ বালেশ্ব ,দক্ষিণ ভাগ জগন্নাথ, এইরূপে দ্বিধা বিভক্ত আছে এজেল সমুদ্রের নিকট, উৎপন্ন দ্রব্য কলাই,অস্ত্র, আর প্রস্তর ১২ লক্ষ লোক আছে প্রধান নদী মক্ত নদী, তাহার ক্ষুদ্রং সেীতা ! প্রধান মগধু বালেশ্বর, ভদ্রক, জগন্নাথ । এদেশের লোক বড় দুখি এবং খাদ্য সুখ অপ। প্র । ঢাক নগরের বিবরণ কি ! উ। ইহা বারেন্দ্র ভূমির মধ্যে,ইহার পূর্ব সীমা ব্রহ্মপুএন, কলিকাতা হইতে স্থলপথে ৮০ ক্রোশ দূরে, এনগর রাজমহলের পর ইংরাজী ১৬০৮ সনে স্থাপিত হইয়া ১০০ বৎসর পর্যন্ত বঙ্গ দেশের রাজধানী ছিল, ইহার পর মুরশিদাবাদ রাজধানী হয়, ইহাতে লোক সংখ্যা ১২•••• তাহার তাবৎ প্রায় যবন। سہ