পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুর, বহরমপুর, ভাঙ্গর ভগবানগোলা বাণিজ্য স্থান, জঙ্গিপুর ব্লেসমের কুঠী, বহরমপুর ইংরাজের সৈন্য স্থান, কিন্তু জজের সদর কাছারি মুরনিদাবাদ, ভাগীরথী নদী, সুতি দিয়া পদ্মায় মিলিতা, তাছার দক্ষিণ পূর্ব্বকোণে জলঙ্গি ঐৰূপ, আর ইংরাজের ১ এক খাল কাটিয়াছেন। প্র । রাজসঙ্গীর বিবরণ কি ৷ উ । উত্তর সীমা দিনাজপুর ও রঙ্গপুর, পূর্ব সীমা মৈমনসিংহ, এবং পূর্ব দক্ষণ ঢাকা জালালপুর যশোহর ও নদীয়া, লোক সংখ্য অনুমানিক ১৫ লক্ষ, তাহার ৪/হিন্দুlyযৰম, প্রধান উৎপন্ন দ্রব্য রেশম পড়বস্ত্র, প্রধান স্থান কুমারখালি, ড়িাল, সরদহ, বোয়’লিয়া, নাটর, শিবগঞ্জ, প্রভৃতি অনেক স্থান আছে, তন্মধ্যে বিচার স্থান নাটোর, পূর্ব্বকালে সেই স্থানে মহারার্ণ ভধানীর বসতবাট ছিল, এবং রাজমহল এই জেলার অন্তঃপাতি চিল, এক্ষণে তাঙ্গ ভাগলপুরের মধেJ প্রবিষ্ট হইয়াছে, প্রধান নদী নাবুদ,শত্রী, কবুতোয়, বালেশ্বর, ইত্যাদি অনেক । প্র । জেলা বীরভূমের বিবরণ কি ! উ। উত্তর সীম ভাগলপুর,পূর্ব্ব সীমা মুরসিদৰাম ও নবদ্বীপজেলা, দক্ষিণ সীমাবদ্ধমান হইতে জঙ্গলমহল ৰিভাগকারী অজয়নদ, পশ্চিম সীমা রামগড়, এজেলার লোকসংখ্যা ১৬লক্ষ ভাছার দুই ভাগ হিন্দু একভাগ যবন, উৎপন্ন দ্রব্য ধান, আর গুড়, কয়লার এবং লৌহের আকর আছে, কিন্তু ইওরোপীয়