পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদার্থবিদfi, 缸减 ভিন্ন করিতে যত্ন করে কেবল আকর্ষণ শক্তিতে সমবেত করিয়া রাখে,ইহার দৃষ্টান্ত কোন বস্তুকে উষ্ণ করিলে তাহার পরমাণু সকল স্বতন্ত্র হয়, তেজঃ দ্বারা বস্তু সকলের শরীর স্ফীত অর্থাৎ আয়ত হয়, দেখ, নবনীতকে উষ্ণ করিলে প্রথম কিঞ্চিৎ স্ফীত হয় পরে ভাহার পরমাণুর আকর্ষণ শক্তি ক্রমে অলপ হওয়াতে তাঙ্গার পরমাণু সকল পৃথক হইয়া ঐবস্তু জলের ন্যায় হয়, এবং ধাতু সকল ও অন্য যেসকল দ্রব্য গলিতে পারে তাহারাণ্ড আমি সংযোগ করিলে দ্রব হয়, দ্রবন্দ্রব্য সকলেতে অগ্নি সংযোগ করিলে তাহার ক্ষুটিয় উঠে, পরে যখন তাছাদের সমবেত আকষণ অপেক্ষ তেজের শক্তি প্রবল হয়,তখন তাহার দিগের পরমাণু সকল পৃথক হইয়াবাষ্প ও ধূমাকার হয়,কিন্তু তেজেন্তু শক্তিকে বায়ুতে যেরূপ প্রত্যক্ষ হয় অন্য কোন দ্রব্যতে সেৰপ হয় না,তেজের কিঞ্চিৎ বৃদ্ধি বা হাস হইলে বায়ু অত্যন্ত স্ফীত ও আকুঞ্চিত হয়, এই আকর্ষণ শক্তিতে বাষ্প সকলকে জলবৎ করে,এবং বিন্দুই হইয়া পৃথিবীতে পতিত হয়,তাহাতে বৃষ্টিহয় মেঘ হইতে যখন জল পড়ে, তখন ঐ জল একেবারে বিলুং ছয় ন প্রথম তাহার কুয়াসা অর্থাৎ বাষ্পাকার হইয় থাকে, ঐ বাম্পের মধ্যে যে সকল সূক্সং জলীয় পরমাণু থাকে তাহার অধোগমন করিবার কালীন পরম্পর আকর্ষণ করে,এবং তন্মধ্যে যে সকল পরমাণু পরস্পর অতি নিকটবর্তি হয়, তাহারাই আকৃষ্ট হইয়া বিলুং হয়, এইৰূপ জল প্রথম কুয়াসার ন্যায় হয়,পরে অবস্থার পরিবত্ত হইলে বৃষ্টি হয়,শিশির প্রথমে মাম্পা