পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিন্তু অট্টালিকার ইস্টকাদি অন্যান্য মসলার সমবেত আকর্ষণের,এবং পৃথিবীতে প্রাচীর সকল বন্ধ আছে তাহা হইতে পর্ব্ব তের আকর্ষণ প্রবল হইতে পারে না। কোন বৃহদ্বস্তুর আকর্ষণ দ্বারা পৃথিবীর আকর্ষণ নিরস্ত হয় তাহার নিদর্শন আছে,যেমন কোন ভগ্ন পর্ব্বতের পার্শ্বে থাকিয় ওলন সূত্র ধরিলে সেই সূত্র ঐ পর্ব্বতের ঠিক নীচে না পড়িয়া, তাছার পাশ্বদিকে কিঞ্চিৎ হেলিয় পড়ে,কারণ পৃথিলীর লম্বায়মান আকর্ষণ তাহার সহিত ঐপর্ব্বতের পাশ্বের তাকর্ষণ মিলিত হয়। প্র। এক লৌহ নির্মিত বস্তুলাকার এবং বস্ত্র নির্মিত বস্তুলা ৰার শূন্যে নিঃক্ষিপ্ত হইলে উভয়ে এক কালীন ভূমে পতিত না হইয়া,লৌহ নির্মিত দ্রব্য অগ্রে পতিত হয় ইহার ভাব কি ৷ উ। বস্তু সকল পতিত হওন কালে বায়ুকে স্থানান্তর করিয়া তাহার মধ্যে দিয়া গমন করে, লঘু দ্রব্য অপেক্ষ গুৰু দ্রবJ ঐ ৰায়কে অধিক নিবারণ করে,সমীনাকৃতি বস্ত্র নির্ম্মিত অণ্ডাকার অপেক্ষ লৌহ নির্মিত প্রায় শতগুণ অধিক দ্রব পদার্থ বিশিষ্ট সুতরাং তাহারপতনরুদ্ধ করতে বায়ুরওশতগুণ অধিকশক্তির আবশ্যক হয় । প্র বায়ু কি সংযোগে আছে। উ বায়ু ও পৃথিবীর আকর্ষণের অধীন বটে, যেমন কোন পাত্রস্থ জলের তলায় যে জল থাকে,সেই উপরের জলকে ধারণ করে,সেইৰূপ ষেবায়ু পৃথিবীকে বেষ্টন করিয়া আছে তাহারাই উপরের বায়ুকে ধারণ করে, তন্নিমিত্তে নীচের বায়ু পৃথিবীর