পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** পরাণাদিতে দৃষ্ট না হওয়াতে বোধ হয়, যযাতি রাজার সন্তাनेछ। তাবৎ দেশ বিভাগানন্তর যখন স্বীয়হ নামে দেশের নাম এবং অসভ্য জাতিকে সম্ভ করিয়াছিলেন, সেই কালে অনুর সন্তান বঙ্গ নামে রাজকর্তৃক এদেশ বঙ্গদেশ নামে স্থাপিত হয় তৎপরের ইতিহাসের মধ্যে, কেবল দ্বাপরের শেষেযখন পাণ্ডব সন্তানের বঙ্গভূমিতে আগত হইয়।দুৰ্গমত জেতুকবুক্ষপুত্র নদের পর যাইতে পারেন নাই, তদর্থসে দেশ প{ণ্ডব বজিত বলিয়৷ খ্যাত আছে, আর তাসুপূজ নামে এক রাজার সহিত অৰ্জুনের যুদ্ধ বর্ণন আছে, তাছার রাজধানী অমলোক কিন্তু তাবৎ বঙ্গদেশের রাজা কুষ্ঠীর নন্দন বর্ণ ছিলেন, তাহারপর বঙ্গদেশে এক প্রধান রাজধানী তাহার নাম গোঁড়, লোকে কঙ্গে তাচ অনু মান ২৫০০ বৎসর গত প্রথম স্থাপিত হয় মাত্র ৷ ২১৬৬ বৎসর গত গ্রীস দেশীয় সেকন্দর নামে এক থfতfiপন্ন রাজা, তিনি হিমালয় প্রদেশে শিবের রাজ্যতে রাজধানী করিয়াছিলেন, তাহার ইতিহাসে লিখে, যে তিনি ভারতবর্যের উত্তর পশ্চিম পঞ্চাপ প্রভৃতি দেশ জয় করিয়াছিলেন, এবং বঙ্গভূমিতে আসি বার ইছু করিয়া বর্ষার নিয়ম ন জানিয়া ৭ দিন পর্যন্ত বর্ষ। দ্বারাক্লেশ প্রাপ্ত হইয় সৈন্য রাষ্ট দেখিয়া, বিমুখ হন, তৎকালে দিল্লীর সিংহাসনে নাস্তিক ধুরন্ধর রাজার সন্তানের উপ বিষ্ট ছিল, কিন্তু মগধরাজ চন্দ্রগুপ্ত তখন প্রবল, আলেকজান্দরের পরলোক হইলে, তাহার রাজ্যতাহার তিনজন সেনাপতির মধ্যে বিভাগনিস্তর, সেলেউকশ নামে সেনাপতি ভারতবর্ষের