পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতুত্রম సెఇ তাহার নিজের পরিবারিক বিপদের কথা মনে পড়িয়া গেল, সে । বাজারের কথা ভুলিয়া গিয়া দাড়াইয়া রহিল। নিতাই প্রথমে তাহাকে দেখিয়া একটু লজিত হইয়াছিল, কিন্তু সে লজ্জা কাটাইয়। ইরাণের কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, “এই যে হারাণ বাৰু, কোথায় যাচ্ছেন ৷” হারাণ অত্যন্ত ভীত হইয়া বলিয়। ফেলিল, “ন, কোথাও যাই নাই, এই বাড়ী ফিরে যাব মনে কচ্ছিলুম।” নিতাই তখন বলিল, “দেখুন আমি আপনার কাছে যাচ্ছিলুম, আমার আপনার সঙ্গে একটি কথা আছে ।" তাহার সঙ্গে নিতাইয়ের কথা আছে শুনিয়। দারুণ ভয়ে কারাণের অন্তরাত্ম। শুকাইয়া গেল । সে তাড়াতাড়ি জিজ্ঞাসা করিয়! বলিল, “কেন ? কি ? আবার কি মাতা জী এসেছেন ন। কি ?” নিতাইসুন্দর তাহার স্থনর মুখ অবজ্ঞায় ফিরাইয়া বলিল, “পাগল হয়েছেন মশাই, সে বেটির সঙ্গে আর আমি থাকি ? বেটি নাপূতের মেয়ে, চেহারার জোরে মাতাজী সেজে বেড়ায় কি বলপ বাপু, অল্প বয়সে গাজা, খেতে শিখে উচ্ছন্ন গিয়েছিলুম, তার পর বেটির পাল্লায় পড়ে এমন পরীর মত সুন্দর পরিবার ছেড়ে দেশে দেশে ঘুরে বেড়িয়েছি। দেখুন হারাণ বাবু, আমি বেটিকে শ্রীরামপুরে ছেড়ে পালিয়ে এসেছি । একেবারে বদলে গিয়েছি, বুঝলেন । আমার স্ট্র আমার জন্য এ জায়গায় মুখ দেখাতে না পেরে চলে গিয়েছে, তাও আমি শুনেছি। কথাটি আমার মনে বড়ই লেগেছে । দেখুন হারাণ বাৰু, কোন রকুমে যদি ঠিকানাটি বলে দিতে পারেন, তা হলে আনি আমেরি পরিবারের কাছে গিয়ে বাস করি ।”