পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুক্রম S X > একটু হাসিয়া বলিল, “রাগছেন ধীরেন বাবু, পায়ের জুতে খুলে নিয়ে আমায় মারুন”—বলিতে বলিতে নিতাই হঠাৎ কার্যুদয়। ফেলিল এবং ধীরেনের পা জড়াইয়া ধরিয়া বলিয়া উঠিল, “দেখুন, তাকে ফিরে পাবার আশা আমি রাখি না । তবে তার সঙ্গে কেন দেখা করতে চেয়েছি জানেন ? একবার কেবল মাপ চাইব ।" তাহার ভাব দেখিয় ধীরেন শান্ত হইয়া বলিল, “নাচ বাবু, মণির ঠিকানু জানি কিন্তু আপনাকে বলিনি। মণি আমার ছোট বোনের মত, আমি তাকে ভাল রকমই জানি । তার মনট বড় নরম, সে হয়ত আপনাকে মাপ করবে । আপনি একটু বস্তান, মাসি-ম আসুন ।” এই সময়ে মাসি-মা ফিরিয়া আসিলেন এবং ধীরেনের মুখে সমস্ত কথা শুনিয়া নিতাইকে বলিলেন, “আজ ত আর গাড়ী নেই খাবা, আজকের দিনটা তুমি এই খানেই থাক।” নিতাইকে না জানাইয়। মাসি-মা তারাপদ বাবুকে তার করিলেন । ধীরেন সেই তার লইয়। বাজারের টেলিগ্রাফ আপিষে চলিখু গল । २ (t একমাস কাল কাশীবাস করিয়া অনুপম অধীর হুইয়। উঠিল । তাহার অধীরতা মণির দৃষ্টি এড়াইল না । সে সাবধান হইয়া চলিতে আরম্ভ করিল। একদিন সকালবেলায় মণি দেখিল যে, ফণা তখনও আসিয়া পৌছায় নাই, আর অনুপম উপরের তলায় জোরে ঘুরিয়া বেড়াইতেছে । তাহার অবস্থা দেখিয়া মণি মনে মনে দুঃখিত হইল বটে, কিন্তু প্রকাশে বলিল, “নেড়া-দা’ বাড়ীর জন্তে মন কেমন কচ্ছে বুঝি ?”