পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুক্রম Σ 3 Φί পুরুষ তাহার রূপের জন্য তাহাকে অধিকার করিতে চাহে কেন ? ভাবিতে ভাবিতে চোখের জলে মণি অন্ধ হইয়া গেল। সে কোথায় যাইবে ? মাতুলের আশ্রয় ছাড়িয়া আবার কোথায় আশ্রয় পাইবে, তাহ। সে ভাবিয়া খুজিয়া পাইলন। অনেক ক্ষণ পরে সে মনে মনে স্থির করিল যে, তাহাকে কাশী ছাড়িয়া চলিয়। যাইতে হইবে । কোনো দূর দেশে—যেখানে তাহার স্বামী অথবা অনুপম তাং র সন্ধান পাইবে না, সেই স্থানে তাঙ্গকে নূতন আশ্রয় খুজিতে হইবে । অকর্ম্মং তারা পদ বাবুর কণ্ঠস্বর শুনিয়া তাহার চমক ভাঙ্গিল । তারাপদ বাৰু জিজ্ঞাসা করিলেন, “ মণি । তুষ্ট অমন করে এখানে দাড়িয়ে আছিস কেন রে? কি হে ফণী, তুমি কখন এলে? ভেতবে ন। এসে এখানে দাড়িয়ে আছি যে ? ” মামসিক যন্ত্রণায় মণি ফণীর অস্তিত্বের কথা ভুলিয়া গিয়াছিল, সে তারাপদ বাবুর কথা শুনিয়া শিঙ্গরিয়া উঠিল। ফণীর লোলুপদৃষ্টি হয় ত অনেকক্ষণ তাঙ্গর অদম্ব ত দেহকে গ্রাস করি পার চেষ্টা করিলেছে, gB BBS BBBS BBBBB 0 DDD B BBBB BBBS BB S BB BBS পদ বাবুর কথার উত্তর না দিয়া সর্ব্বাঙ্গের বসন সংযত করিয়া অতুপমের ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল। মণি দেপিল যে, অgপম বালিসের উপরে উপুড় হইয়া পড়িয়া কাদিতেছে এবং তাঙ্গর পদশব্দ শুনিতে পার নাই । মণি যখন বুঝিল যে, ফণী তারাপদ বাবুর সহিত তাঙ্গর পড়িবার ঘরে ঢুকিয়াছে, তখন সে আস্তে অস্তে পু টিপিয়া বারি হইয়া, গেল ! সেই রাত্রিতে মণি তাহার সামান্ত সম্বলের ভরসায় একবলে নূতন আশ্রয়ের সন্ধানে বহির হইল ।