পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৬ অমুক্রেম ર૭ সকাল বেলায় ধরেশ নিতাইয়ের সঙ্গে আসিয়া শুনিল যে, মণি চলিয়া গিয়াছে। সঙ্গে সঙ্গে ফণীরও দেখা নাই । তারাপদ বাবু বিশ্বাস করিলেন যে, মণি কুলত্যাগ করিয়াছে কিন্তু অতু পম বা ধীরেশ কোনোমতেই সে কথা বিশ্বাস করিতে চাহিল না । নিতাইয়ের বিলাপ শুনিয়া তারাপদ বাবু অত্যন্ত দুঃখিত হইলেন এবং সকলে মিলিয়া মণির সন্ধান করিতে আরম্ভ করিলেন । তাহারা সকলেই প্রথমে একটা ভুল করিয়া বসিলেন এবং সে ভুলের কারণ তারাপদ বাৰু স্বয়ং তারাপদ বাৰু ঠিক করিয়াছিলেন যে, ফণীর সহিত কুলত্যাগ করিয়া মণি কাশীতেই কোথাও লুকাইয়া আছে। কারণ, কলিকাত ব্যতীত কুলটা বঙ্গ-নারীর একমাত্র আশ্রয় বারাণসী। সুতরাং সকলে মিলিয়া পুলিসের সাহায্যে কাশীর এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্য্যস্ত মণির জন্য অনুসন্ধান আরম্ভ করিলেন । এই বিলম্বের জন্য তাহারা মণির প্রকৃত সন্ধান পাইবার সুযোগ হায়াইলেন । বারাণসী নগরী তন্ন তন্ন করিয়া খুজিয়া মণির সন্ধান মিলিল না। বীরবল সন্ধান করিয়া জানাইল যে, মণি একখানা মোট বিলাতী ধুতি পরিয়া ও বিছানার চাদর সঙ্গে লইয়া গিয়াছে। সে-রকম মোট ধুতি পরিয়া হাজার হাজার বাঙ্গালী স্ত্রীলোক দিবারান্ত্রি কাশীতে ঘুরিয়া বেড়ায়, সুতরাং মণির খবর কেহ দিতে পারিল না । কাশী সহর ছাড়িয়া যখন সকলে বাহিরে খোজ করিতে আরম্ভ করিলেন, তখন ষ্টেসনের লোকে মণির কথা ভুলিয়া গিয়াছিল। ধীরেশ ও অতৃপম হতাশ না হইয়া যখন কাশীর বাহিরে সন্ধান করিবার প্রস্তাব করিল, তখন তারাপদ বাবু তাহাদিগকে বুন্দাবনে যাইতে হুকুম করিলেন। কারণ, তাহার দৃঢ়বিশ্বাস হইয়াছিল যে, মণি ফণীর সহিত কুন্ত্রত্যাগ