পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У & о অনুক্রম ভয়ে ও বিস্ময়ে মণির মুখ শুথাইয়া গেল। সে জিজ্ঞাসা করিল, * আপনি এখানে ? ” ফণী একটু হাসিয়া চড় গলায় বলিল, “ আবার আপনি আরম্ভ করলে ? হিন্দু স্বামী তোমার মত স্ত্রীকে ও পরিত্যাগ করতে পারে না, এখনও লোক জানাজানি হয়নি, বেশী র্যাল করে না, তাহলে পুলিস ডাকৃতে হবে । ভাল কথায় নেবে এস, বলছি। ” ভয়ে ও আতঙ্কে নিরাশ্রয়া নারী দিগ্বিদিক জ্ঞান হারাইল । সে উচ্চকণ্ঠে বলিয়া উঠিল, “ আপনি কেন এ-রকম করছেন? আমি আপনার ভয়েই মামার আশ্রয় ছেড়ে এসেছি, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমাকে ছেড়ে দিন। আপনি আমাকে যে-রকম মেয়েমানুষ মনে কচ্ছেন, আমি তা মই। " গলাটা ভার করিয়া ফণী বলিল, “ দেখ, যে কষ্ট, যে অপমান আর যে লোকলজ্জা তোমাকে বিয়ে করে পেয়েছি, সে পরিমাণ কষ্ট পেলে অপর পুরুষ আমন স্ত্রীর মুখে লাথি মেরে চলে যেত; কিন্তু আমি সেরকম নই ৷ হিন্দুর সাত পাকের বিয়ে উণ্টে দিকে চৌদ্দ পাক দিলেও খোলে না । দেখ তোমারও আত্মীয়-স্ব জন আছে, আমারও আত্মীয়-স্বজন আছে । ভালয়-ভালয় নেমে এস । আর কাশীতে থেকে কাজ নেই, চল তোমায় বাড়ী নিয়ে যাই । * , , g মণির মাথা তখন ঘুরিতে আরম্ভ করিয়াছিল। এলাহাবাদ ষ্টেসনের আলোগুলা তাহার চোখের সম্মুখে নাচিতে আরম্ভ করিয়া দিল । সে ক্ষীণ কণ্ঠে কহিলে, “ আমি তোমার সঙ্গে যাব না । কোনোমতেই যাব না । " বলিতে বলিতে তাহার অঙ্গ এলাইয়া পড়িল । মণি তৃতীয় শ্রেণীর মেয়ে-গাড়ীতে মূচ্ছিত হইয়া পড়িয়া গেল । গাড়ীতে দুই তিনটি বাঙ্গালী স্ত্রীলোক ছিলেন । তাহাদের