পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতৃক্রম এবং স্থানাভাবে বৃদ্ধ মিসেস মজুমদারের গৃহে দুইদিনের জন্য আশ্রয় লইয়াছিল । মিসেস মজুমদার সর্বপ্রথমে তাহকে চিনিয়াছিলেন, আর ছাড়েন নাই । মণিকে পাইয়। বৃদ্ধার স্নিগ্ধ শান্ত তপোবনের মত গৃহটি যেন জনপূর্ণ হইয়। উঠিয়াছিল। সংসারে তাহার দুইটি কন্যা ব্যতীত আর কেইষ্ট ছিল না । তাহার মধ্যে বড় মেয়ে বিবাহ করিয়া শ্বশুর-ধর করিতে গিয়াছিল, অবশিষ্ট ছিল শিশু বেবি। মণি সকালে-বিকালে চিকিৎসা করিম, দিনের বেলায় শিক্ষ। দিত তার দরকার চলে রাত্রে রোগার সেবা BBB S BBBBBB BB BB BDB BB TK BS BBB DDSBBBB BBB BB BB BBBB BB BBB BBS B DDK BBB পাইত, তাই ঔষধ কিনিয়া খরচ করিয়! ফেলিত এবং তাহার জন্য অনেক সময়ে তাহার নিজের খরচের সঙ্গুলান হঠত ন । বংশ-পরিচয়ের কথা জিজ্ঞাসা করিলে তাহার বড় বড় চোখ দুটি জলে ভরিয়া উঠিত, সুতরাং কেহই দ্বিতীয়বার সে কথা জিজ্ঞাসা করিতে যায় নাই । মিসেস মজুমদার সকলকে বলিতেন যে, সে যখন ইচ্ছা করিয়া নিজের পরিচয় কাঠ কে ৫ জানায় নাই, তখন সে কথা জিজ্ঞাসা লাভ কি ? এ প্রশ্নের উত্তর দিতে না পারিয়া অন্য কেহ কখনও তাহার বংশ-পরিচয়ের কথা তুলিত না । ঘেদিন বিশ্বনাথ খুড়। অতুপমের পিতার চিঠি দিয়া ধীরেনকে অতুপমের খোজ করিতে পাঠাইয়াছিলেন, সেদিন সকাল বেলায় মণি বাজার দিয়া যাইতেছিল, পথে দলে দলে নেপালী আর ভূটিয়া তাহার সহিত কথা কহিতেছিল বা পরামর্শ জিজ্ঞাসা করিতেছিল, এই সময় একটি ছোট ছেলে হঠাৎ তাহার হাত ধরিয়া জিজ্ঞাসা করিল, “আপনি কি মেম-ডাক্তার ?”