পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ン ○。 অতুক্রেম মণিমালিনীর সহিত মোটরে চড়িল । হোটেলের জাকজমক দেখিয়। দরিদ্র মণি মালিনী স্তম্ভিত হইয়া গেল । মণি হোটেলে আসিয়া যখন চালপেড়ে একখানি বিলাতি শাড়ি পরিয়া সমস্তে ও কপালে সিন্দুর দিয়া বাহির হইল, তখন অনুপমচন্দ্র আবার ক্ষেপিয়া উঠিল । তাহার। নিষেধ ন মানিয়া তখনই বাহির হইয় গেল এবং নিতাই ও মণির জন্স কাপড়, জামা, জুত বাজার হইতে কিনিয়া আনিল । অনেক অনুরোধ-উপরোধের পরে মণি একটা সাদা জামা, দুই খান। লালপেড়ে রেশমের শাড়ি ও একজোড়া চটি জুতা লইল ; ধীরেশ ও অনুপম fনতাই সুন্দরকে একেবারে নব্য বাবু করিয়া ছাড়িল । তখন ফণী একটা ব্যাগ হইতে এক রাশি গহন বাহির করিয়া মণিকে সাঞ্জাইতে বসিল । \డి a পরদিন প্রভাতে ধীরেশচন্দ্রের অধঃপতন । প্রভাতে সকলে মিলিয়া মোটরে চড়িয়া (অবশু বিশ্বনাথ খুড়াকে বাদ দিয়া) বেড়াইতে বাহির হইল । মণির হাসিমুখ দেখিয়া ধীরেশ বড়ই স্ফূর্ত্তিতে বাহির হইয়াছিল । কারণ, সে যতদিন হইতে মণিকে দেখিতেছে, ততদিনই সে মণিকে সর্ব্বদাই বিরাrবদন দেখিয়াছে । আজ তাহার আনন্দোংফুল্ল মুখখানি দেখিয় সরল হৃদয় ধী:রশের হৃদয় বিমলানন্দে ভরিয়া গিয়াছিল । সে কেবলই ভাবিতেfছল, সে কতক্ষণে নিতাই সুন্দর ও মণিকে মসীমার সেই ক্ষুদ্র কুটীরে লইয়া যাইবে । জজ-বাজারের পথে দরিদ্র ভূটিয়ার আবা ডাক্তার মেমকে দেখিয় কবে আনন্দে মৃত্য করিবে । কঠি বিধাতা যে তাহার ঘাতককে এলাহাবাদের জর্জটাউনের পাড়ি করাইয়। রাথিয়াছেন,