পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুক্রম st বেরিয়েছিলুম, তখন কি মনে করেছিলুম যে, আমার অদৃষ্টে আজ এই আছে ! ” নেড় ওরফে অনুপম পাশে বসিয়া সিগারেট টানিতেছিল । সে বলিয়া উঠিল, “ ভালই হয়েছে ধীরু-দা, যা হ’ল ভালই হ’ল । চট কেন ? এ বরঞ্চ রংটা ফস আছে ।” - - মণি এক কোণ হইতে বাহির হইয়া আসিয়া বলিল, “ নেড়-দ। ভাবছেন যে র্তার ভাগ্যে বা কি আছে ৷ ” নেড়া চক্ষু রক্তবর্ণ করিয়া কহিল, “ ধীরু-দ যেমন কাপুরুষ, আমি হ’লে দড়ি ছিড়তুম ! ” “ আমিও দড়ি ছিড়ছিলুম, তবে নেহাৎ পিতৃ-আজ্ঞা বলে কিছু করতে পাল্লুম না । ” মণি বলিল, “ দেখা যাবে লেড়া-দা, পিতৃ-আজ্ঞা যখন আসবে তখন তুমি কতট। বীরত্ব দেখাও ! আমি ত দেখছি যে, বিশুখুড়ে তোমায় ধরে নিয়ে যাবার জন্যই পিছু-পিছু ঘুরছেন । ” “ আমি ! কখনই না । ” নিতাই সুন্দর নুতন গড়গড়ায় তামাকু টানিতে টানিতে ধীরে ধীরে বfললেন, “ল্যাজ কাটা যাবার আগে সবাই ঐ-রকম কথা বলে থাকে ভায় । কিন্তু বলির সময় দেখা যাবে । ” সে-রাত্রে ধীরেশের ভাল নিদ্র। ইহল না । শীর্ণ মলিনশ্বেতা পূর্ণ যৌবনে কি আকার ধারণ করিবে, সেই চিস্তাতেই তাহার প্রথম রীত্রি কাটিয়া গেল । 弟 প্রভাতে উঠিয়া নিতাই সুন্দর ও মণি স্থির করিল যে, কাশীতে তারাপদ বাবুর সঙ্গে দেখা করিতেই হইবে ধীরেশ তাহাদের স জ