পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Sv অষ্ট্র ক্রম বৃদ্ধ সংসারত্যাগী কাশীবাসী তারাপদ বাবু তখন রান্নাঘরের দুয়ারে বসিয়া তরকারি কুটিতে আরম্ভ করিলেন । * - হায়ুরে সংসার । \రి ఫె দুই দিন পরে ধীরেশেৰ পিতা ও মি: সুধীরকুমার হালদারের তাগাদার চোটে অস্থির হইয়া তারাপদ বাৰু স্থির করিলেন যে, তিনি মণিকে পৌছাইয় দিতে দেশে যাইবেন । মণিমালিনী অনেক বুঝাইল, সকলে মিলিয়া বলিল যে, মাসী মার মন গঙ্গা-জলের মত নির্ম্মল এবং কোন মল তাহাকে স্পর্শ করিবে না । কিন্তু তারাপদ বাবু কিছুতেই বুঝিলেন না । মণিও তখন বুঝিল না যে, এই জনাকীর্ণ বারাণসীর নির্জন কারাগারে বুদ্ধ এত অধীর হইয়া উঠিতেছে কেন ? - স্থির হইয়া গেল, দীর্ঘকাল পরে তারাপদ বাৰুও দেশে ফিরিবেন, সুতরাং বীরবলও চলিল । বহুকাল পরে তারাপদ বাবুর ঘরের দুয়ার বন্ধ হইতে দেখিয়া আবার বাবাণসীবাসী উদগ্রীব হইয়া উঠিল । কিন্তু ভয়ে বীরবলকে কেহ কিছু জিজ্ঞাসা করিল না । দেশের পথে প্রবাসী বাঙ্গালী ক্রমে চারিদিকে ছড়াইয়া পড়িবার কথা কিন্তু অনুপমের ভাগ্য-বিপর্য্যয়ে કાફી ঘটিয়া উঠিল না । সে তখনও মণির সঙ্গে রহিল সুতরাং তাহার দফাদার বিশ্বনাথ খুড়া ও রহিলেন । নূতন মায়ায় আবদ্ধ সংসার তাগী তাঙ্গাপদ বাবু ও বীরবল মণির সঙ্গে রহিল । কেবল মণির মুথের বিমল হাসিটি দেখিবার জন্য ধীরেশ তাহার সঙ্গে রহিয়া গেল । প্রথমে কলিকাতা, তাহার পরে দাৰ্জিলিং। ষ্টেশন ভাল করিয়| দেখা যাইবার আগে মণি ইংমুক্যে অস্থির হইয়া উঠিয়ছিল, তাহারই