পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্ট্র ক্রম ১৪৩ খাগড়ার ভট্টাচার্য্য-বংশের সেই অষ্টম বর্ষীয় গৌরীটি এখন ইমান অচপমচন্দ্র বা বাজীবনের একমাত্র কর্ণধার ! সেই ছোট ছোট হাত দুখানি অনুপমের বড় বড় কান দুইট এত দৃঢ় মুষ্টিত্তে ধরিতে পরিবে, ভশহ৷ ‘ অতুপমচন্দ্রের পিতাও বুঝিতে পারেন নাই । বিবাহ করিতে যাত্র। করিয়া সে অফিসের বাগালে ফুল তোল ছাড়িয়া দিয়াছে, এখন সে বাগানের ফল ফুটিয়া আপন হইতে ঝরিয়া পড়িয়া যায় । অতুপম বাড়ী ফিরিবার সময়ে সুদর্শনের দোকান হইতে ল্যাবেঞ্চুস ও চকোলেট কিনিয়া লইয়া যায় । কেবল হারাণচন্দ্র বলে মে, সোণাদা ষ্টেশন থেকে ও নেড়ার কান্নার শব্দ শুনিতে পাওয়া গিয়াছিল । তারপর একেবারে চুপ। সমাপ্ত