পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতুক্রেম :3 তখনও বর্ষ থামে নাই, গাড়ীখানা ভয়ানক দুলিতেছিল, হারাণ তাহার বর্যাতিটা পাতিয়! আর সকলকে বসিতে বলিল, সেই অবসরে ধীরেন হাসিয় জিজ্ঞাস করিল, “হঁারে নেড়, গেলেই তো বিশু কলকা ধরে বসবেন । কি জবাব দেব, বল ?” অনুপম মুখখান বাকাইয়া বলিল, “জবাব আর কি দেবে ! ব’লা যে সে এখন বিয়ে করবে না ।" মণি অনুপমকে পাইয়। বসিল ; সে জিজ্ঞাসা করিল, “কেন বিয়ে করবে ন নেড়া-দ1 ?” o অনুপম বলিল, “যখন সময় তবে তখন নিজেই করবো ।” “এখন তার সময় হয় নি ?” “না, নিশ্চয়ই ন৷ ” “কি করে বুঝলে ?” “আমার মনের ভাবেই বুঝতে পাচ্ছি।” “যখন কাক বিয়ে করেছিলেন, তখন কি নিজের মনের ভাব পরীক্ষা করেছিলেন ?” “সে কাল আর একালে অনেক তফ}ং ।” “তাহলে তুমি তোমার নিজের পছন্দ অনুসারেই বিয়ে করবে ?” অতুপমের চোখ দুই ট। আনন্দে নাচিয়া উঠিল, সে বলিল, “যদি কখনো বিয়ে করি, তাহলে নিজের পছন্দ-মতই করবে। ” হারাণ তখন অনুপমের পিতার পত্র হষ্টতে পড়িল, “মেয়েটি ছোট, বয়স আট-নয়, শ্রীমানের সঙ্গে বড় সুন্দর মামাইবে ।” সকলে হাসিয়া উঠিল, সেই সময় গাড়ীখানা থামিল, মণি নামিয়ঃ * পড়িল । অনুপম দেখিল যে, তাহারা শিলংএ আসিয়াছে । ്