পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুক্রম ' צט বোধ হয় বদলী হইয়াছে। তাহা হইলে সরকারী চাকর হওয়াই সম্ভব । অনুপম তাড়াতাড়ি “আসাম সিভিল লিষ্ট" খুলিয়, দেখিল যে, স্বধীরকুমার হালদার একজন সব-জজ, বর্ত্তমানে মৈমনসিংহে থাকেন । আপিসের ছুটি হইলে অনুপম স্যানিটেরিয়মে গিয়া উপস্থিত ' হইল । সন্ধান লইয়। জানিল যে সুধীরকুমার হালদার তিনটী ঘর দখল করিয়া আছেন এবং তিনি সপরিবারে আসিয়াছেন । ঘরের দুয়ারে গিয়া ঘ দিতে একটি প্রকাও মহুষ্য আসিয় তাহার সম্মুখে দাড়াইল ! অহুপম ভয়ে পিছু হঠিয় গেল । মতুযf-মূর্ত্তি আকার-সদৃশ কণ্ঠে জিজ্ঞাসা করিল, “কি চাই হে ছোকুর ?” অনুপম ভয়ে ভয়ে জিজ্ঞাস করিল, “সুধীর বাবু এখানে আছেন কি ?" “বাৰু কি হে | ভদ্রলোককে মিষ্টার বলতে পার না ? কোথেকে আসছ তুমি ? আসাম সেক্রেটেরিয়েট থেকে ? আমারই নাম স্বধীরকুমার হালদার ।" অনুপম এক কোণে দাড়াইয়া বলিল, “আপনি আমাকে আসতে বলেছিলেন, তাই এসেছি —আমার নাম অনুপম বন্দ্যোপাধ্যায় ।” “ওঃ, তুমি গোবিন্দ বাবুর ছেলে ? এস হে বাবাজীবন, এস । এস। ওগো তুমি কোথায় গেলে, একবার এদিকে এস তো।” একটি অতি ক্ষুদ্রকায় স্ত্রীলোক অহা ধর হইতে আসিলে হালদার মহাশয় বলিলেন, “এরই নামই অনুপম, গোবিন্দ বাবুর ছেলে, বুঝলে ? বসে হে বাবাজী ।” - হালদার মহাশয় নিজে বসিয়া পড়িয়া অনুপমকে বসিতে বলিলেন, ঘরে তখন মোটে আর একখানা চেয়ার ছিল, তাহ দেখিয়া অনুপম বসিতে পারিল না ।