পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 : . অমুক্রেম লাগিয়েছেন বুঝি ? তুই হালদার সাহেবকে বলিস যে আমি রোজ রোজ যেতে পারবো না । তার মেয়েটি এমন নিল্ল জজ বেহায়া যে তার গায়ে-পড়া ভাব দেখলে আমিই লজ্জা পাই ।” • ‘. হারাণ চোখ মেলিয়া অনুপমের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, “মে কি নেড়া-দা, আমরা ভেবেছিলুম তোর ক’নে মনে ধরেছে, হালদার সাহেব বলছিলেন যে এই মাসেই বিয়েটি দিয়ে ফেলবেন ।” অনুপম রাগিয়া বলিল, “এই মাসেই আমার পিণ্ডি চট্‌কাবেন ! আমি আর তার ত্রিসীমানায় গেলে তো ?” & —যাবিনি কি রে ? তিনি যে এইখানেই আসছেন ! —আস্থন এইখানে, তিনি দুটো-একটা শক্ত কথা না শুনলে চিট্‌ হবেন না । এই সময়ে মাসি-মা আসিয়া পড়ায় তাহদের কথা বন্ধ হইয়া গেল । হারাণ র্তাহাকে দেখিয়া বলিল, “মাসি-মা, বড় বিপদেই পড়েছি । কি করি, বলুন দেখি ?” মাসি-মা হাসিয়া বলিলেন, “তোর আবার বিপদ কি রে ! নেড়ার বিপদের কথাই তো শুনছি।” এই সময়ে নেপালী ঝি আসিয়া বলিল, “একজন সাহেব নেড়া বাবুকে ডাকছেন।” অনুপম বলিয়া উঠিল, “তুই বলগে যা, আমি যাব না ।” মাসি-মা জিজ্ঞাসা করিলেন, “লোকটা কে ?” হারাণ বলিল, “হালদার সাহেব ।” তখন মাসি-মা বলিলেন, “ভদ্রলোক যখন এতদূর এসেছেন, তখন অভদ্রতা করিস কেন বাপু, যা দেখা করে আয় ।” অনুপম অগত্য, উঠিয়া গেল ।