পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& a অল্প ক্রম বর্ষীয়সী মাসি-মা বহু কষ্টে হাসি চাপিয়া রাখিলেন । মণি জিজ্ঞাসা করিল, “গীত কি এখানে আছে ?” *:: *, ভক্তমহল হইতে শোনা গেল, একজন বলিতেছেন, গীর আম্পৰ্দ্ধ কি ভাই ? বিম্মি হয়ে গীত চাওয় ?” ' আর একজন বলিলেন, "মা-ঠাকুরুণের কথায় সন্দেহ ! পোড়ারমুর্থী এখানে এসেছে কেন ?" ভক্তমণ্ডলীর কাছে উৎসাহ পাইয়া মা-ঠাকুরুণ বলিলেন, “দেখ মী, পাপ-মুখে বলতে নেই, গীতা আমার কণ্ঠে। যতদিন গুরুর পদে মতি থাকবে, ততদিন আমায় বই দেখতে হবে না। তবে তোমার যখন সন্দেহ হচ্ছে, তখন বইখানা দেখানো উচিত।” এই বলিয়া মা-ঠাকুরুণ একজন ভক্তাকে বলিলেন, “ভাই-ঠাকুরকে একবার ডাকে তো মা !" তাহার পর মণির দিকে ফিরিয়া বলিলেন, “তোমার গীতাটীত পড়া আছে, তাহলে ধর্ম্ম ত্যাগ কল্লে কেন মা ? বিশেষ, এ মা তো বুড়ে হয়েছেন, এর এখন ধর্ম্মে-কর্ম্মে মতি দেবার বয়স । ভগবান বলেছেন, স্বধর্ম্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম্মে! ভয়াবহ:...আমাদের ধর্ম্মের চাইতে আর কি ধর্ম্ম আছে মাy" মণি আশ্চর্য্য হইয় বলিল, “আমরা ধর্ম্ম ত্যাগ কর্তে যাব কেন ?” —ব্রাহ্ম হলে কি আর ধর্ম্মে থাকা যায় মা ? পিছন হইতে একজন বলিয়া উঠিল, “বেহ্ম না হ’লে কি আর এত কীর্ত্তি চলে।” মণি রাগিয়া বলিল, “কে বলে আমরা ব্রাহ্ম ?” পিছন হইতে আবার কে বলিয়া উঠিল, - “হিন্দুর মেয়ে কখনও পর-পুরুষ নিয়ে পথে পথে এত ঢলাচলি করে না ।” এই সময়ে ভাই-ঠাকুর দুয়ারে আসিয়া দাড়াইলেন । মণি কি একটা