পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অস্তুত্রম two —বাবাজীবন এ ক'দিন মিস মণিমালিনী মুখুজেকে নিয়ে বড় ব্যস্ত

  • Tびgエー

—তার মিথ্যা কথা, সে বোধ হয়, অন্য কোথাও গেছে। মণি আমার বোনের মত, পরোপকার আর রোগীর সেবা তার জীবনের ' ব্রত—কোন কাজ পড়লে সে আমাকেও ডাকতো । নেড়াটা ভয়ানক মিথ্যাবাদী, সে বোধ হয় ক’দিন মণির নাম করে ক্রমাগত বায়োস্কোপ দেখছে । —বাবাজী সিনেমা দেখতে ভালবাসেন বুঝি ? —ভয়ানক— —এ খপরটা আগে পেলে বড়ই উপকার হতে । মেয়েটাকে না হয় অতৃপম বাবা জীবনের সঙ্গে রোজ সিনেমাতেই পাঠিয়ে দিতুম । —আজ না হয় আমিই মেয়েদের বেড়াতে নিয়ে যাই ? —তা যদি সম্ভব হোত ধীরেন বাবু, তাহলে তো কোন চিন্তার কারণই ছিল না । কিন্তু মেয়েট রোগে জীর্ণ হয়ে বড় বেশী রকম জেদী হয়ে পড়েছে । অতুপম বাবাজীবনকে দেখে অবধি আর কারও সঙ্গে কথা কয় না, বেড়াতে যেতে চায় না, বললে চটে যায় । —তাই ন কি ! নেড়াটা ভয়ানক পাজী হয়েছে তো ! এমন স্ত্রী-রত্ব চিনতে পারছে না ! আমি এখনই তাকে ধরে নিয়ে আসছি । ধীরেন পর্য্যাপ্ত ভোজনের কৃতজ্ঞতায় অভিভূত হইয়াছিল, সুতরাং সে হালদার সাহেবের উত্তরের অপেক্ষ না করিয়াই বাহির হইয় পড়িল । প্রথমে সে উপরে উঠিয় দুইটা সিনেম থিয়েটার খুজিয়া আসিল ; তাহার পরে বাজারে হারাণের আপিস দেখিয়া চাদমারিতে নামিল । তথন সন্ধ্য হইয়াছে—চারিদিকে পাহাড়ের গায়ে হাজার হাজার আল্লো জলিয়া উঠিয়াছে । বাজারের, মোড়ে তাহার সহিত