পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"స్క్రిe অনুক্রম শুনিয়াছিল ; সুতরাং সে আর তর্ক করিতে পারিল না, কেবল বলিল, “আমি সেখানে গিয়ে কি বলব, মাসি-মা ?” মাসি-ম। বলিলেন, “তোর মা মুখে আসে, তাই বলিস। আমি দূরে দাড়িয়ে থাকুব ।” —মণি বাড়ীতে এক থাকবে ? —আমি ও-বাড়ী থেকে ফলকে ডেকে দিয়ে যাচ্ছি । টিপি টিপি বৃষ্টি পড়িতেছিল, ঘন কুয়াশ প্রকা ও তরঙ্গের আকার ধারণ করিয়া তীব্র বিদ্যুতালোকে স্যানিটেরিয়মের চারিদিকে গেলিয়া বেড়াইতেছিল । স্ত্যানিটেরিয়মের ডাক্তার এক আপন ঘরে বসিয়া ঘন ঘন নস্য লইতেছিলেন । কুয়াশার মধ্য হইতে অনুপমের সঙ্গে বুদ্ধ মিসেস মজুমদারকে বাহির হইতে দেখিয়া তিনি আশ্চর্য্য হইয় গেলেন । মিসেস মজুমদার তাহার ঘরে বসিয়া তাহ পমকে বলিলেন, “নেড়া, তুষ্ট মিষ্টার হালদারের সঙ্গে দেখা করে আয় । তুষ্ট যতক্ষণ ন তাসবি, আমি ততক্ষণ এইখানেই বসে আছি ।” অতুপম চলিয়া গেলে বৃদ্ধ ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে, মিষ্টার হালদার সকলের কাছেই বলিয়াছেন, অনুপম তাহার সাক্ষাতে তাহার কন্য। ললিকে বিবাহ করিবার অনুমতি চাহিয়াছে এবং তিনিও সে অতুমতি দিয়াছেন । ডাক্তারের কথা শেষ হইবার পূর্বেই মিঃ হালদার বৃষের মত গজন কুরিতে করিতে ডাক্তারের ঘরে আসিয়া উপস্থিত হইলেন । অনুপমও তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিল । মিঃ হালদার মিসেস মজুমদারকে বলিলেন, “আপনি আমার জামাইটিকে নিয়ে যেতে চান কেন ?" অনুপম আরও চড় গলায় বলিল, “আমি আপনার জামাই নই এবং কখনো হব না ।”