পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

బ్రీఫి অতু কম —কি উপলক্ষে আসা হয়েছে ? —শুনলুম, স্বামার স্ত্রী এখানে আপনার বাড়ীতেই থাকেন, সেইজন্য তার সঙ্গে দেখা করতে এসেছি । . —বটে, বটে ! কাল হারুর বাড়া মণি বলেছিল বটে যে, আপনি তার স্বামী । বসুন, আমি ডেকে দিচ্ছি। মণিমালিনী রন্ধন করিতেছিল । তাহাকে পাঠাইয়া দিয়া মিসেস মৃজুমদার দ্বারের পাশ্বে দাড়াইয়া রছিলেন । দ্বী আসিয়া গলায় কাপড় দিয়া স্বামীকে প্রণাম করিল। স্বামী বলিলেন, “প্রণাম করাটা যে এখনো ভোলোনি, দেখ চি!” মণি উঠিয়া দাড়াইল ; বিস্মিত হয় জিজ্ঞাসা করিল, “কেন, প্রণাম করা ভুলতে যাবো কেন ?" —বিম্মি হয়েছ, জুতো পায়ে দিয়ে ইঙ্গলে মাষ্টারী করতে যাও, অথচ প্রণাম করতে ছাড়নি । —আপনি যেদিন বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছিলেন সেদিন রোজগার করে খেতে বলেছিলেন । কিন্তু আপনি যেভাবে রোজগার করতে বলেছিলেন, সেভাবে রোজগার করতে পারিনি, মায়ের মুখখান মনে করে । পিগুলোপের ভয়ট মরণের দিনও তার মন থেকে স্নায় নি, সেই জন্যে আপনার আদেশ পালন করতে পারিনি । —রাগের মাথায় একটা কথা বলে ফেলেছিলুম, বুঝলে গে। সেটা কি এমন করে ইষ্টমস্ত্রের মত মনে করে রাখতে হয় ? –ঠিক এই ভাবেই মনে করে রাখতে বলেছিলেন বলেই মনে করে রেখেছি । —দেখ, যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে, এখন তুমি বাড়ী ফিরে চল ।