পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግ8 . অমুক্রম কপিরাজ নিশ্চিন্ত মনে} তাড়া খাইয়া তারাপদ বাবুর বাড়ীর_দুইখানা বাড়ীর পরে আর.একটা বাড়ীর ছাদে গিয়া বসিয়া রহিল । কারণ, ওয়ারেন হেইংসের মত সে জানিত যে বাদাল দেশে পীড়ন না করিলে মনস্কামনা সিদ্ধ-হ্রস্থ নL কাপড়খান। কোলে করিয়া সে মণির দিকে চাহিয়া রহিল । কারণ, সে জানিত যে, ওয়ারেন হেষ্টিংস মুর্শিদাবাদ ও কাশী হইতেই শুষ্ক দেহ পুষ্ট করিয়া গিয়াছিল এবং বীরবল তখনই খাদ্য লইয়া আসিল । এ সময় হঠাং বানর-পুঙ্গবের পশ্চাতে একটি স্থূলকায় কদলী পড়িয়া থাকিয় তাহার বিশ্বাস জন্মাইয়া দিল । এ আসফ উদ্দৌলাটি ত্রিপুরা দিদি স্বয়ং । কারণ বানর তাহার বাড়ীর ছাদের উপরেই আসিয়া বসিয়াছিল । ওয়ারেন হেষ্টিংস যেমন করিয়া বলবন্ত সিংহের রাজ্য পরিত্যাগ করিয়াছিল, বানরও সেইরূপই মণির কাপড়খানি ছাড়িয়া দিয়া আবার তারাপদবাবুর বাসার দিকে ছুটিল, কারণ সেখানে বীরবল তাহার জন্য ছোলা ভাজা লইয়া দাড়াইয়াছিল । এই সময় ত্রিপুরা দিদি কাপড়খানি হাতে তুলিয়া দেখাইলেন— এবং বীরবল তাহ দেখিয়া নীচে নামিয়া গেল । মণি তখনও সিক্ত । বস্ত্রে দাড়াইয়াছিল। সে দেখিল যে, ছাদের উপর দিয়া ত্রিপুরা দিদির বাড়ীতে যাইবার একটি পথ আছে। সাহস থাকিলে সে পথে চলিয়া যাওয়া যায়। বীরবল গিয়াছে জানিয়া সেও ছাদের আঙ্গিনী দিয়া ত্রিপুর দিদির নিকটে চলিয়া গেল। মণির কাপড়খানি হাতে করিয়া ত্রিপুরা দিদি তখনও ছাদে দাড়াইয়াছিলেন। মণি র্তাহার নিকটে গিয়া বলিল, ”কাপড়খানা আমার ” - ত্রিপুর দিদি কিন্তু কাপড় না দিয়াই জিজ্ঞাসা করিলেন, “তুমি নতুন এসেছ বুঝি ?” মণি বলিল, “অমুক্ত হঁ৷ ”