পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুক্রম . ده سرا না। ধীরেন উঠিয়া গেল, হালদার সাহেব ক্রোধে ক্ষোভে চুরুটদানবের ধ্বংসে প্রবৃত্ত হইলেন। মাহুষের চরিত্রের ক্রমবিবর্ত্তন অহুসারে অনুপমের বাড়ী ফিরিয়া যাওয়াট। অত্যন্ত অন্যায়ই হইয়াছে । এই কথাটা বার বার তাহার মনে উঠিয়া মাসি-ম, মণিমালিনী ও অনুপমের প্রতি তাহার ক্রোপের মাত্রাট বাড়াইয়া দিতেছিল সুতরাং চুরুট অত্যন্ত দ্রুতবেগে ভস্মীভূত হুইতেছিল । নির্ব্বাক্ ও বাকশক্তিযুক্ত অনেকেই শিলং-এর মণির অভাব অনুভব করিয়াছিল । বাকুশক্তিযুক্ত প্রাণীর মধ্যে বেবি এবং নির্ব্বাক পশুর মধ্যে অতু পমের কুকুরটা মণিমালিনীকে যতটা ভলিবাসিত এই অনাথ। নিরাশ্রয় রমণীকে তত ভাল আর কেহ বাসিত কিনা সন্দেহ । মণি সঙ্গিহীন বেবির ক্ষুদ্র প্রাণের গভীরতম কোণগুলি অধিকার করিয়ছিল । সহস্র কাজের মধ্যেও বেবিকে খাওয়াইতে, কাপড় পরাক্ততে অথবা তাহার সঙ্গে খেলা করিতে মণির সময়ের অভাব হইত না । আর অনুপমের কুকুরট। তাহার ভালবাসা পাইয়া প্রভুর রূঢ় ব্যবহার ভুলিয়া গিয়াছিল এবং ক্রমে ক্রমে প্রভুর গৃহ পরিত্যাগ করিয়া মাসি-মার একটা ঘরের কোণ অধিকার করিয়া বসিয়াছিল। বেবি কথা কহিতে পারিত, কিন্তু বাকুশক্তিহীন কুকুর তাহার মনের বেদন জানাইতে পারিত না । সেদিন সকাল বেলায় বেবি সম্মুখে একখানা বই খুলিয়া আকাশের দিকে চাহিয়া কঁাদিতেছিল, আর কুকুরটা কোথা হইতে মণির একটা ছেড়া জুতা খুজিয়া আনিয় তাহার উপরে মাথা রাখিয়া বেবির পদতল আশ্রয় করিয়াছিল । এই সময় ধীরেন ও হারাণ সেইখানে পৌছিল । বেবির চোখদুটা জলে ভরিয়াছিল, সুতরাং সে তাহদের দেখিতে পাইল না,