পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্ধকারের আফ্রিকা سبSo সংগে এই মঠের কোন সম্বন্ধ নাই। আমার যতদূর মনে হয় এরূপ মঠ ব্রহ্মদেশের নিম্ন-অনচলে কম্বোজে এবং বেলচিস্তানের শেষ প্রান্তে যে সকলে দ্রাবািড় বাস করে তাদের অধুষিত দেশে এরূপ কিছু দেখতে পাওয়া যায়। লোকমুখে শুনেছি। দক্ষিণ আরবে যে সকল দ্রাবীড় বসবাস করে তাদের আধুষিত অনচলেও এরূপ মঠ অনেক আছে। মঠের পাশে একস্থানে ইংলিশে লেখা ছিল ৮ ('an you find out any thing about it ? বিদায়ের বেলা ইংলিশভাষায়ই লেখে রেখে (4cfieli yes, I can, Aly address is this-asy fast-it মতে চিঠি এসেছিল। কিন্তু স্তোলিশবারীর ( রডেসিয়া ) post-officeএ কর্তৃপক্ষ আমার মত লোকের চিঠি বেশিদিন রাখতে রাজি ছিলেন না, শুধু একখানা লিষ্ট দিয়েছিলেন কোথা হতে কি চিঠি এসেছিল। রড়েসিয়া সরকার আমাকে মানুষের পর্যায়েই আনেন নি। তাই আমার চিঠি তাদের চিঠির থলিতে স্থান দিতেও অসমর্থ হয়েছিলেন ব্লডোসিয়ার শ্বে দি কয়রা বাস্তবিকই দুর্জন । জাহাজে ফিরে আসার পরই কেপিটেল আমায় সংগে vদখা করলেন। আমি তঁকে বলেছিলাম। এই স্তুপ বৰ্তমান সভ্যতার বহুপূর্বের। এই নিয়ে যদি গবেষণা করতে হয় তবে অনেক কিছু জানার দরকার। উপরন্তু একদম নিরপেক্ষ হওয়াও কতথ্যের মাঝেই গণ্য, শুধু জাতীয় ভাবে অন্ধ হয়ে থেকে আবােল তাবোল বললে চলবে না। সেদিন রাত্রে কেপ টেন আমার সংগে অনেক কথা বলে গভীর রাত্রে বিদায় দিয়েছিলেন। 笼 , স্মৃেদিন রাত্রে জাহাজ একটুও নড়েনি। এখােন হতে অনেক ‘মাল পোর্ট জনষ্টন যাবে। মাল প্রস্তুতই ছিল। কিন্তু মাল উঠাবার মজুত্ব ছিল না । এখানে মজুৱগণ রাত্রে কোন কাজই করে না। স্থানীয়