পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 অন্ধকারের আফ্রিকা 娜 $% পরের দিন সকাল বেলা গাড়ী ব্যরাতে গিয়ে পৌছল । গাড়ী । হতে নেমে সাইকেলের সন্ধানে গেলাম। কেউ আমার কথা বুঝতে । চাইছিল না, কারণ এখানে যারা ইংলিশ ভাষা অবগত ছিল তার ইংলিশ ভাষাতে আমার সংগে কথা বলা, অপমানজনক মনে করছিল। ইংলিশদের সংগেই পর্তুগীজরা ইংলিশ কথা বলে, ইংলিশদের প্রজাৱ সংগে তারা সেই সম্মানিত ভাষা ব্যবহার করতে রাজ छ्न् िब् । আমি যখন আমার সাইকেল খুঁজছিলাম, তখন একজন মাদ্রাজ। ভদ্রলোকের সংগে সাক্ষাৎ হয় । তেঁাকে আমি আমার পরিচয় দেওয়া মাত্র তিনি আমাকে রেলের গুদামে নিয়ে যান এবং সাইকেল এখানেই পাওয়া যাবে বলে চলে যান। আমি যখন সাইনেঞ্চলের অপেক্ষায়ু দাড়িয়ে ছিলাম তখন একজন পর্তুগীজ ভদ্রলোক এসে বললেন “ঐ যে সাইকেলখানা, এটা আপনারাই ?” “ই, এটা আমারই ।” পর্তুগীজ ভদ্রলোক আমাকে বসতে দিয়ে বললেন, “ আমরা ভারতবাসীদের জাত্যভিমান দেখাই না । তবে নিগ্রোয়! আমাদের এক সংগে বসে খেতে সাহসও করে না এবং অমিয়াও তাদের এক সংগে খেতে দেই না। প্রকৃতপক্ষে ভারতবাসী যে রংগের লোকই হোক “না কেন পর্তুগীজ ইষ্ট আফ্রিকাতে কোনরূপ বর্ণবৈষম্যের আওতায় অ্যাসে মা ।” 锦 曾 আমার সাইকেলখানা মুক্ত করে। কাষ্টাম হাউস হতে এবর্চ বেড়িয়ে এসেই ফের সেই মন্দ্রিাজী ভদ্রলোকের দেখা পেলাম। f বিষ্ণু ভূমিকাতে বললেন, এখন চলুন আমার সংগে, আমার বাড়িতেই ধাঞ্চবেন । বিনা বাক্য ব্যয়ে তার পেছন নিলাম ; ভেবেছিলাম তার বাড়ি শহরেরই কোথাও হবে। কিন্তু তিনি যখন শহর ছেড়ে গ্রাম্য 8. *站