পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 অন্ধকারের আফ্রিকা সুিসেল ক্ষেত্রের মালিকের সংগে আমার সাক্ষাৎ হয়। তারাও বৃটিশ প্রথামতে ভারতবাসীকে কেরাণী, একাউনট্যাণ্ট এসব কাজে নিযুক্ত করেই ভারতবাসীকে সুখী রাখে, মন খুলে কথা বলতেও ঘূণা বোধ করে ; সেজন্য যে কয়জন জার্মানের সংগে দেখা হয়েছিল তারা নীলপদ্মের কথা আমার কাছে বলা দূরে থােক, তাদের বাংলো হতে যাতে করে আমি চলে যাই সেজন্য সামান্য দুশ্রক কথা বলেই বিদায় দিয়েছিল। লজ্জায় এবং ঘূণায় আমার মন এত দুর্বল হয়েছিল যে, নীলপদ্মের কথা ভুলে গিয়ে ফেরত গাড়ীতে সেদিনই টাংগাতে ফিয়ে এসেছিলাম। তবে নীলপদ্ম বলে এক রকমের পদ্ম আছে একথা অতি সত্য। এ টাংগানিয়াকায় যখন ভ্রমণ করছিলাম তখন কয়েকজন গরীব জার্মাণ এবং এক জন জার্মাণ ডাক্তার আমাকে নীলপদ্ম দেখিয়েছিলেন। পদ্মগুলির পাপড়ীি গাঢ় নীল এবং সহজে শুকিয়ে স্নায় না। এক শত শিলিং এ তারা একটি পদ্ম বিক্রি করতে রাজি হয়েছিলেন । আমি কিন্তু পয়ষট্টি টাকা। সেজন্য খরচ করতে द्राखि ष्ट्रिाभ बi ।