পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জানজিবার s »ፃ তবে তাদের দেখা পাওয়া যায়নি। আরবগণ বেশ করেই তাদের বাসনা পূর্ণ করে নিয়েছিল। g এবার জানজিবারের ইণ্ডিয়ানদের পালা। এখানেও কি তাই হবে ? না এখানে তা হতে পারল না। শিখ এবং হিন্দুস্থানী সেখানে ছিল। শিখরা আদেশ করল “ভারতীয় মুসলমান ভাই তোমরা লাল ফেজের বদলে কালো ফেজ ব্যবহার কত্র নতুবা দাংগার সময় হয়ত তোমাদের উপরই ভুল কবে লাঠি চালিয়ে দেব।” ভারতীয় মুসলমান শিখদের আদেশ দুঘণ্টার মাঝে তামিল কৱল । তারপর আরম্ভ হল দাংগা । আরবের উধের্ণ উখিত শাণিত-লোলুপ ছোরা হাতেই রয়ে গেল। ভারতীয় মুসলমানের এক বিন্দু রক্ত সেই ছোৱা স্পর্শও করতে পারল না । দাংগা আঁর হল না, কারণ এ যে জব্বাবে জব্বরে লড়াই। যখন সমানে সমানে কিছু ঘটে তখন সাধারণ জ্ঞান আপনি আসে। আরব বুঝল সাম্রাজ্যবাদী বৃটিশের ধামা ধরলে চলবে না, ভারতবাসী তাদের পাওনা কড়ায়-গ। শুধু আদায় করবেই, অতএব আর ঝগড়া করে লাভ নাই। যা করবার পুজিবাদী বৃটিশরাই করুক। কিন্তু এর পেছনে যদি শক্তি না থাকত। তবে সুন্দর সমতল জানজিবার শহরে একটি ভারতবাসী বেঁচে থাকত কি ଜୀ }{Ciff': [ গল্পের শেষ হল। আমাদের ছোট্ট জাহাজ ও সন্তৰ্পণ এসে জানিজিবারের তীরে ভিড়ল। আমি দূর থেকুে যেমন আগ্রহের সহিত জানজিবার দ্বীপের প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম তেমনি কাছে গিয়েও সে দৃশ্য দেখেই সময় কাটাচ্ছিলাম। যাত্রী নেমে যাচ্ছিল, আমি সকলের শেষে নামলাম, কারণ আমি ভাল করেই জানতাম আমার * মত দুর্বলের উপর কাস্টম বিভাগের খরদৃষ্টি পড়বেই। আমার অনুমান সত্যু হল! আমাকে একশত শিলিং অর্থাৎ পাঁচ পাউণ্ড জমা রেখে

  • * R