পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૦ অন্ধকারের আফ্রিকা w আমি ছেলেটিকে জিজ্ঞাসা করেছিলাম, “আরবরা নিগ্রোদের প্রতি বেশ অত্যাচার করেছিল ; এটা আমি মেনে নিলাম, কিন্তু বলতে পার আরবরা কেন এত অত্যাচার করেছিল ?” ছেলেটি বলল, “টাকা পাবার জন্য।’ টাকা পাবার জন্য মানুষ মানুষের উপর কত অত্যাচার করতে পারে তা তুমি নিজের মুখেই বলেছি, কিন্তু ঐ যে টাকারূপী শয়তানকে যারা রক্ষা করে তাদের ধ্বংসের জন্য কি কৰ্বেছ ? ছেলেটি আমার মুখের দিকে শুধু চেয়েই রইল, তারপর চলে গেল, যে পথে দে এসেছিল। আমি তার আসা এবং যাওয়ার একখানা ছবি একে আমার মনের কোণে টাংগিয়ে রেখেছিলাম এবং দেওয়ালটার দিকে আর না চেয়ে চেয়ারটাকে ঘুরিয়ে বসেছিলাম। তখন সন্ধ্য আগত প্রায়। সাগরের ঢেউ বোলাভূমিতে বেশ জোরেই আঘাত করছিল আর সেই শব্দ আমি আনমনা হয়ে শুনছিলাম। দুদিন কেটে গেল, তারপর আমি আমার সাইকেলখানাকে একটু মেরামত করে শহর বেড়াতে বের হয়ে পড়লাম । শহরে 'অলিগ’লি পথ। বেনারসের গলির সংগে বেশ সম্বন্ধ আছে। বেন "সের গলি অপৱিষ্কার আর জানুজিবারের গলি পরিষ্কার । গলিতে গলিতে নানাপ্রকারের চায়ের দোকান ! হিন্দুদের পরিচালিত এবং হিন্দুদের জন্য কতকগুলি চায়ের দোকান দেখলাম। এসব দোকানো গেলেই মনটা দমে যায়, মনে হয় যেন কোন প্রাণহীন স্থানে এসেছি আর সর্বজনীন চায়ের দোকানে গেন্থে মনে হয় যেন প্রাণে প্রাণ পেয়েছি। দুটা মাত্র চায়ের দোকানে গিয়েই শহরের বাইরে চলে গেলাম । 歌 যেদিকে সমুদ্রতীরে দরিদ্রদের বাস শেষ হয়েছে তারই পর একটা পিন্‌জরাপোল। এখানে পিন্‌জরাপোল মাইহল, যে সকল গরু কশাই বাড়ী না গিয়ে না খেয়ে শুকিয়ে মবুবে তিলে তিলে অথবা ভাঙ্গেরু হবে