পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R8 f অন্ধকারের আফ্রিকা সামনেই দেখলাম একটা অসমতল স্থান। সেই স্থানে নাকি জানজিবারের আরব রাজা নিগ্রোদের হাত-পা বেঁধে কুকুর দিয়ে তাদের মাংস খাওয়াতেন। কথাটা বল্লেন একজন গণ্যমান্য লোক । আমি আর সে-স্থানে দাঁড়ালাম না। কয়েকজন শিক্ষিত নিগ্রো আমার মতামত জানবার জন্য ঈদুগ্রীব হয়ে দাড়িয়েছিল। তাদের লক্ষ্য করে বললাম, “তোমাদের পূর্বপুরুষ ছিলেন গোলাম, তোমরা গোলাম হয়ে না ; গোলামী যারা করে তাদের এ রকম দুৰ্গতিই হয়।” যিনি আমাকে স্থানটা দেখতে নিয়ে গিয়েছিলেন তঁকে বললাম "এরূপ করে আমার দৃষ্টি আকর্ষণ করতে পারবেন না।” একটা সিংহ একটা গরুকে খেয়ে ফেলেছে তা নিয়ে আমি মাথা ঘামাব না, আমি মাথা ঘামাব যদি একটা মানুষ অন্য একটা মানুষেয় প্রতি অন্যায়ভাবে অত্যাচার করে। নিগ্রোও মানুষ এটা ঘামি স্বীকার করি কিন্তু তখনকার দিনে তারা অসহায় ছিল। BuDDBBBD S DBBBDt BBO DBDBDBDLDt DDBDBS DBDDDSS gDD BBBDD পরিবর্তন হয়েছে, এখন যাতে করে অশিক্ষিত শ্রেণীর লে’ক শিক্ষিত হয় তারই চেষ্টা করা উচিত । পুৱানো ইতিহাসের পাতা খেটে লাভ কিছুই হবে না, হবে লোকসান। অতএব ক্ষমা করুন, আমি আর আপনাদের নিৰ্দ্ধিারিত কোন স্থানে যাব না, আমি আমার ইচ্ছামতে শহর ঘুরে বেড়াব। বৃটিশের জমিদারী চালাবার বুদ্ধি বাংগালী জমিদারদেরও হার মানিয়েছে। জানজিবার প্রকৃতপক্ষে বৃটিশেরই জমিদারী, তবে সুলতানেক্স নামে বেনামা করা হয়েছে । বেনামী করা সম্পত্ত্বি বৃটিশ বেশ ভাল করেই শোষণ এবং শাসন করে। আৱব সুলতান একটি শিশুর মত বেনামী সম্পত্তির মালিকের ভূমিকায় উঠা-বত্সা