পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१-५-नक्षांभ wტჯე এবং বৃটিশ উভয়ই সাম্রাজ্যবাদী। নদীর তীর যেমন করে এক দিক * ভংগে এবং অন্য দিক গড়ে সাম্রাজ্যবাদীদেরও ভাংগা এবং গড়াই হল গতানুগতিক। নিগ্রোদের এই ভাংগা-গড়াতে বড় বেশি এসে যাচ্ছিল না। তার দৃষ্টান্ত বেশী দেৱী করে খুঁজে বের করতে । झ्भूम्भि । ai& জাহাজ ডকে ভূড়বার পরই নেবে পড়লাম এবং যে দিকে হিন্দুদের ধরমশালা ছিল সেদিকে গেলাম। ধরমশালা বের করতে বেশি সময় লাগল না। ধরমশালায় পৌঁছেই তার সুন্দর বারান্দার কাছে সাইকেলখানা দাড় করিয়ে সিঁড়িতে গিয়ে বসলাম এবং ধরমশালায় থাকতে পারি তার ব্যবস্থা যাতে হয় এসে কথাই চিন্তা করতে লাগলাম। বেশিক্ষণ বসতে হ’ল না, একজন গুজরাতী ভদ্রলোক আমার পরিচয় জিজ্ঞাসা করলেন এবং আমার পরিচয় পেয়ে তৎক্ষণাৎ একটি রুম দেখিয়ে দিলেন। রুমটি বড়ই সুন্দর। দুতলাতেই স্বানের ব্যবস্থাও ছিল। স্নান করে নিকটস্থ হোটেলে গিয়ে খাবার খেলাম এবং সে দিনই কতকগুলি যুবকের সংগে পরিচয় কয়লাম। আমরা যাদের অসৎ ছেলে বলি, যার চরিত্র দোষ আছে বলে সমাজের কাছে অপদস্থ হয়, এই যুবকগণ সেই শ্রেণীর লোক। লেখাপড়ার দিক দিয়েও তারা বেশী আগিয়ে যায় নি। তবে যে কোন সভাসমিতি হোক এৱাই আগিয়ে আসে এবং কাজটি নিখুত ভাবে সমাপ্ত করে। অথচ এদের কেউ ভালবাসে না, এদের নামে নানারূপ বদনাম করা হয়, এমন কি দ্বার-এ-সেলামে যারা বিশিষ্ট ভদ্রলোক্ল তারাও অনেক সময় • এদের একটু হিসাব করে চলেন। এরূপ ছেলেদের সংস্পর্শে প্রথম দিনই এসে পড়ায় আমাকে একটু বেগ সামলাতে হয়েছিল। এয়া হ’ল মার্কমারা, ছেলে। এই দুষ্ট ছেলেদের সংগে পরিচয় হবার পরদিনই তারা w