পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Kyr অন্ধকারের আফ্রিকা পথের লোক, অতএব আদেশ এবং উপদেশেরও কোন তোয়াক্কা রাখি না। এখন বিদায় মহাশয়গণ, এবার আসুন। সাধারণত বাংগালী বড়ই প্রভুভক্ত এবং নিমকহালাশ্লাকারী। তাদের দ্বারা প্রভুর আদেশ ষোল আনা স্থলে সতের আনাই আদায় হয়। এ যে হতেই হয়। প্রভুকে সস্তুষ্ট না করলে, ঘরে গিল্পীর স্বর্ণবলয় হবে না, মেয়ের বিয়ের পণ জুটবে না, বাপ-ঠাকুরদার আমলের দোল-দুর্গোৎসব চলবে না, অতএব বাংগালী প্রভুর সেবা করে পেটকাওয়ান্তে । এরূপ দেহি পদ পল্লবমূঢ়ারম্ বাংগালীর দর্শন বিদেশে পেয়ে একটু দুঃখিত হলাম বই কি ! তারপর গল্পেরও হদ নাই। এই বাঘ আসিল, ঐ সিংহ আসছে। কখন বা গাছের উপর চড়ে, কখন বা পিস্তল দিয়ে আর কখন বা সারডিন খোলার ছড়ি দিয়ে বাঘ, ভালুক, সিংহ, গণ্ডার হত্যা হচ্ছে । কিন্তু ভদ্রমহাশয় জানেন নি। সুন্দরবন হতে ব্যাস্ত্র চালান আফ্রিকাতে হয়নি অথবা ঐ শ্রেণীর বাংগালীর শুরুদেব ওয়ারেন হেস্টিংস এদেশ থেকে যাবার সময় পোর্ট সৈয়দে একটি বাঘের স্থ, উচ্চা ছেড়েও দেয়নি। বুঝলাম দ্বার-এ-সেলামের বাসিন্দারা অন্ধকারের আফ্রিকার আঁধার কত ঘোলাটে তারই সন্ধান রাখে । এর বেশি নয় । শহরে জীবন বেশ আয়ামেই কাটছিল। কিন্তু হঠাৎ কতকগুলি যুবকের ইচ্ছা হ’ল আমাকে নিয়ে একটু জািগলে বেড়িয়ে আসে। আমি তাদেয় কথায় রাজি হলাম এবং সকাল বেলা তাদের নিয়ে DBBBBD DBDBS SDtz SDDD S S BDiKKS DDBDBDS DDDS DkDBB যুবকগণ আমার আগে আগেই চলতে লাগল। তারপর এল নিগ্রো গ্রাম। নিগ্রে গ্রামগুলি বড়ই সুন্দর। চারিদিকে নারিকেল, মচুংগা (ওয়েন্‌জ), আম, কঁঠাল, বাতাবী এবং অন্যান্য ফন্সবুক্ষে পরিশোভিত।