পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

阿东uq-CH司恼 ... \98 ওরেনজ এবং কমলালেবু একই জাতীয় ফল নয় । আফ্রিকার, অস্ট্রেলিয়ার, কানাডার এবং আমেরিকার ওরেনজ একই জাতীয়। মহাত্মা গান্ধী যে কমলালেবুর রস দিয়ে উপবাস ভংগ করেছেন তাও সেই জাতীর ফল, অণুচ বাংলা দেশের সংবাদপত্রের অনুবাদকগণ লিখেছেন “মহাত্মা গান্ধী এক গ্লাস কমলালেবুর রস দিয়ে উপবাস ভংগ করেছেন।” সিলেটের অথবা নাগপুরের কমললেবুর ইংলিশ শব্দ আজ পর্যন্ত তৈরি হয় নি। সেজন্য ওয়েনুজ শব্দটিকে বাংলা ভাষায়ু আমি অনুবাদ না করেই ওরেনজি শব্দই ব্যবহার করলাম। নিগ্রোরা ওরেনিজকে বলে “মাচুংগা। এসব ফল-পুষ্পে পরিশোভিত গ্রামগুলি ছাড়িয়ে যখন বাস্তবিকই বনে প্রবেশ করতে হল তখন খুবকগণ আসল পেছনে আর আমি চল্লাম আগে । কয়েক মাইল চলার পরই পাহাড় আরম্ভ হ’ল ! পাহাড়ের গায়ে ঠিক ঠিক ভাবেই বন ছিল এবং তার ভেতর দিয়ে চলাও বেশ কষ্টকর ছিল। বনে সাপ এবং চিতা বাঘ ছাড়া অন্য কোন হিংস্ৰ জীবের ভয় ছিল না, তাই আমি আমার সার্থীদের সংগে করে নিশ্চিন্ত মনেই gB BBBD S BDBiKS DDD BDE DD BB TB DDD BD এল । লোকটা একেবারে গভীর জংগলে বাস করে । তার ঘরের কাছে কোথাও ফলবৃক্ষ ছিল না। ছেলেরা নিগ্রো লোকটার কাছ হতে একটি সংবাদ সংগ্রহ কৱল। নিগ্রেী বলেছিল আরও আধ মাইল যাবার পর জাংগুলী ওরেন্‌জ বাগান দেখতে পাব। আমরা নিগ্রো লোকটির নির্দেশমত আগিয়ে গিয়ে এক প্রকাণ্ড ওরেনঙ্গ বাগান দেখতে পেলাম। বাগানে অনেক ওরেনজ বৃক্ষ ফলভারে নত হয়ে দাড়িয়েছিল। ছেলেরা উন্মত্ত হয়ে জংলী ওরেন্জ আহরণ করতে লাগল। আমি সে দৃশ্য অনেকুক্ষণ বসে দেখলাম। তারপর বনে কি কি জাতীর বৃক্ষ হয় তার গ