পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

éf{--{R{5}ii) gRKا চোখ হতে যেন অগ্নিস্ফুলিংগ বের হত। তাকে অন্যান্য নিগ্রোদের মত দেখাত না। তার মুখ সকল সময়ই গম্ভীর থাকত। এযং’বই পড়বার সময় এমন তন্ময় হয়ে যেত যে কাছে বসে মুদি কেউ কোন বাজনা বাজাত তবেও তার মনের গতি বদুলাতে পারত না। তারুকে বিদায় দিয়ে দ্বার-এ- সেলামে আর থাকতে ভাল লাগল না। তাই দ্বার এ-সেলাম পরিত্যাগ করে আগিয়ে যাওয়াই ভাল মুন করলাম । এখন তারুর কথা ভেবে আনন্দ পাই কারণ তারু একদম বদলে গিয়েছিল । সকল ধর্মেন্ধ সেৱা বস্তু মরণের পর স্বৰ্গবাস তার মন হতে লোপ পেয়েছিল । তারই পরিবর্তে গড়ে উঠেছিল বাস্তব প্রার্থীর মান ইজতের প্রবল বাসনা । জাতের মংগলই হয়ে দাড়িয়েছিল তার একমাত্র কামনা। • তারু আমাকে বিদায়ের পূর্বে বলেছিল, মরণ এক দিন ইবেই। মরবার পূর্বে নিগ্রোজাতের কিছুটা উন্নতি করে যেতে হযেই। মত এবং পথ নানা রকমের হতে পারে। কিন্তু উন্নতি হওয়া চাইই। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম নিগ্রোদের কিরূপ উন্নতি চাও ? তারু হেসে বলছিল অনেক মাস আপনার সংগে আমি থেকেছি, এবং বুঝতে পেরেছি নিগ্রোদের অনেকেই মানুষ যালে স্বীকারই করতে বাজি নয়। যখন কোনও নিগ্রো বন্য জন্তু দ্বারা আক্রান্ত হয় এবং লোকটি বস্তু জন্তু দ্বারা নিহত হয়ে পথের পাশে পড়ে থাকে তখন বিদেশী দশক বন্যজন্তু এবং নিগ্রোদের একই পর্যায়ে ফেলে নিগ্রোদের কথা छूtशई ग्रांश् 1 उांश ভাবে একটা বাঘ একটা হরিণ মেরে খেয়েছে তাতে এল আর গেল কি ? এরূপই যাদের চিন্তাধারা তাদের কাছ থেকে ধর্ম-উপদেশ শুনে নূতন নূতন "ধর্ম গ্রহণ করা মূৰ্বামী হবে। বৈদেশীক লোকের ভেতর থেকে আরও স্নান অর্জন করা সময়ের অপব্যবহার হবে। আপনার কাছ থেকে ষা শিখেছি তুই যদি কাজে লাগাতে পারি। তবেই অনেক কাজ করতে সক্ষম