পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অরণ্যে Gt S2» বের হয়। টাকারোগ এবার সাখী দুজন নিগ্রোর্কেই CPC এতে আমার ভাল হল। এদের যা বলছি " তাই শুনছে। কি করে আমাকে সন্তুষ্ট করবে তারই উপায় খুজছে। কয়েক দিনের জন্য আমি একজন বড়লোক হয়েছি " বললেও অত্যুক্তি হয় না। টাকায় মানুষকে বড়লোক কয়ে না, এই সত্যটা এই প্রথম छामद्धाश ! এসব কথাও অনেকক্ষণু ভাবছিলাম তার পর মনে হল এমনি করেই ধনীর দল শিক্ষিত দরিদ্রদের খাটায়। এবার চোখের পাতা অন্যদিকে ঘুৰ্বল। হঠাৎ দৃষ্টি গেল দুদিকে । কি সুন্দর লম্বা দূৰ্ব ঘাস । ডগাগুলি বেশ মোটা । একটু চিবিয়ে দেখলীম খেতে বেশ মিষ্টি । যদি দূৰ্ব ঘাস আরও একটু রসাত্মক্ত হত। তবে নিশ্চয়ই নরভোজ্যে পরিণত হ’ত । এরূপ সুন্দর সুখাদ্য তৃণভোজীরা পরিত্যাগ করতে পারে না বলেই এখানে আসে এবং তাদের শত্রুর দ্বারা রাত্রে আক্রান্ত হয় । মহিষ এখানে একটাও নাই । আফ্রিকার হাতী এবং মহিষ মানুষের শত্রু । সিংহ, চিতাবাঘ, ছোট বাঘ, শৃগাল জাতীর ছোট নেকড়ে-এর কদাচিৎ মানুষকে আক্রমণ করে । লোকে আফ্রিকার মোটা এবং লম্বা সাপের কথা বলে, তাদের কথা যে সত্যিই ঠিক তার দৃষ্টান্ত তারা সিনেমায়। দেখে, কিন্তু এসব সাপ যে আফ্রিকায় হয় না - সে সংবাদ কেউ রাখে না। আফ্রিকা বড়ই বিপদের দেশ এ কথাটাই লোকে জানে, এর বেশি নয়। কিন্তু বৃটিশ, ফ্রেনচি, পর্তুগীজ প্রভৃহি সাম্রাজ্যবাদীদের Tাদিৰ ফুরিয়ে আসছে। তাদের কথা আর কেউ বিশ্বাস করবে না। এমন সুন্দর দেশের এমন বদনামের কোন মূল্যই নাই। টাবোরা ...হত্নে ডুডুমা পর্যন্ত হবে সুন্দর শস্য ক্ষেত্র । এ ভূমিকে কেউ পতিত