পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8 * অন্ধকারের আফ্রিকা ଅଙ୍ଗ गिर्दभांब একটর এবং একট্রেস এসে আমাদের কাছেই আড়া করলেন। তঁরা সকলেই ইউরোপীয়ান। তঁদের চিত্র উঠানো হয়ে গেলে সকলেই আমাদের কাছে এসে বসলেন এবং নানারূপ গল্পগুজব করতে লাগলেন । একজন কেমেরাম্যান আমাদের ফটো উঠাবার জন্য বড়ই উৎসাহ দেখাতে লাগলেন। আমি তাতে রাজি হলাম না, কারণ আমাদেরই ফটো যদি কোন নিকৃষ্ট কাজে লাগিয়ে দেয় তবে আমার জাতের অপমান হবে। কেমেরাম্যানকে কথাটা বুঝিয়ে দিতেই সে আমার” আরও কাছে এসে বসে বলল, আজ পর্যন্ত ফটো উঠাতে কেউ গররাজি হয় নি, অথবা এযন সুন্দর কারণও দেখান নি । আপনাকে সেজন্য ধন্যবাদ। ভারতবাসী শীঘ্রই স্বাধীন হবে । , প্রশংসা এক আজব চীজ। কাককে প্রশংসা করে শৃগাল মাংস, খেল। আজ আমাকে এক জন বিদেশী স্বদেশপ্রেমিক বলে প্রশংসা করার জন্য আমায় মনটাও বেশ চাংগা হয়ে উঠল। ঠিক করলাম। নিজের কাজের জন্য যদি স্বদেশের এবং নিজের জাতের মাং**গ হয় তবে তেমন কাজই করব। আমাকে যদি কেউ প্রশংসা করে তবে বুঝব। সে আমার মুখের গ্রাস কেড়ে নিতে আসছে । সিনেমা পার্টির সংগে কয়েক জন নিগ্রোও ছিল । তাদের দেশ দক্ষিণ আফ্রিকাতে । তারাও বেশ ভাল করে আমার সার্থীদের সংগে তাদের নিজের ভাষায় কথা বলতে পারছিল। একজন সাখীকে জিজ্ঞাসা করলাম, “তোমরা একে অন্যে বেশ ভাল ভাবেই কথা বলছি । এক জনের দেশ হ’ল পূর্ব আফ্রিকা এবং অন্য জনের দেশ হ’ল দক্ষিণ মুফ্রিকা, তােমাদের উভয়ের ভাষার সংগে কি কোন সম্বন্ধ রয়েছে?” আমাৱ সার্থী আমাকে বলল-ধ্যে কোন স্থানের নিগ্রে অমৃত্যু নিগ্রোর সংগে কথা বলতে পারে। জুলু, টিকুউ, বানান্তু সকলেরই এক ভাবা,